IPL ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরি কামিন্সের, শীর্ষে কলকাতা https://ift.tt/3uHFtnE - MAS News bengali

IPL ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরি কামিন্সের, শীর্ষে কলকাতা https://ift.tt/3uHFtnE

চলতি IPL টুর্নামেন্টের তৃতীয় জয় অর্জন করল কলকাতা নাইট রাইডার্স (KKR)। ভেঙ্কটেশ আইয়ার হাফসেঞ্চুরি করলেও প্যাট কামিন্সের ঝোড়ো ইনিংস প্রচারের সব আলোটুকু কেড়ে নিয়ে যান। টুর্নামেন্টের (IPL 2022) ১৪তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে পরাস্ত করেছে। চার ম্যাচের মধ্যে তিনটেয় জয়লাভ করল মুম্বই। পাশাপাশি পয়েন্ট টেবিলে প্রথম স্থানে উঠে গিয়েছে কলকাতা। অন্যদিকে এটা মুম্বইয়ের তৃতীয় হার। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬১ রান করেছিস। জবাবে কেকেআর ১৬ ওভারেই এই অভীষ্ট লক্ষ্য হাসিল করে নেয়। মাত্র ১৫ বলে ৫৬ রান করেন প্যাট কামিন্স। সেইসঙ্গে চলতি মরশুমের অভিষেক ম্যাচেই তিনি দলকে জয় উপহার দেন। ড্যানিয়েল স্যামসকে টার্গেট করেছিলেন প্যাট কামিন্স। ১৬ ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি। পরের বলেও বাউন্ডারি আসে। তৃতীয় বলে ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে ছক্কা মারে। এরপর চতুর্থ বলে ফাইন লেগ দিয়ে আবারও একটা ছক্কা। পরের বলটা নো হয়ে যায়। সূর্যকুমার যাদব ক্যাচ ধরলেও উইকেটে টিকে থাকেন কামিন্স। এরপর ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে বাউন্ডারি মেরে তিনি নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। পরের বলে ছক্কা হাঁকিয়ে তিনি ম্যাচ শেষ করে দেন এবং কলকাতা ৫ উইকেটে জয়লাভ করে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে IPL টুর্নামেন্টে ১৪ বলে হাফসেঞ্চুরি করার রেকর্ড ছিল কেএল রাহুলের। বর্তমানে তিনি লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক হিসেবে রয়েছেন। আর বুধবার একই সংখ্যক বলে হাফসেঞ্চুরি গড়লেন কামিন্সও। তবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নাইট ব্রিগেডের। অজিঙ্কা রাহানে ১১ বলে ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। মুম্বই পেসার টাইমাল মিলস তাঁর উইকেটটা তুলে নেন। এরপর অধিনায়ক শ্রেয়স আইয়ারও বেশি রানের ইনিংস খেলতে পারেননি। ৬ বলে মাত্র ১০ রান করে তাঁকে ফিরতে হয়। তার উইকেটটি শিকার করেছেন ড্যানিয়েল স্যামস। ৬ ওভার শেষে কলকাতার রান ২ উইকেটে ৩৫ হয়। ইতিপূর্বে নির্ধারিত ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করেছিল। ফলে জয়ের জন্য কলকাতার সামনে টার্গেট দাঁড়ায় ১৬২ রান। দলের হয়ে সবথেকে বেশি রান করেন সূর্যকুমার যাদব। তিনি ৩৬ বলে পাঁচটি বাউন্ডারি এবং দুটো ছক্কা হাঁকিয়ে ৫২ রান করেন। চলতি মরশুমে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। চতুর্থ উইকেটে সূর্যকুমার এবং তিলক বর্মা ৮৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। অন্যদিকে তিলক বর্মা ২৭ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। তিনি তিনটে বাউন্ডারি এবং জোড়া ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন। কায়রন পোলার্ড ৫ বলে ২২ রান করেছিলেন। তিনি নিজের ইনিংসে তিনটে ছক্কা হাঁকিয়েছিলেন।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/Czuo9fn
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads