পুতিনের দুই মেয়ের উপর আর্থিক নিয়ন্ত্রণ জারি আমেরিকার https://ift.tt/R42FSt7 - MAS News bengali

পুতিনের দুই মেয়ের উপর আর্থিক নিয়ন্ত্রণ জারি আমেরিকার https://ift.tt/R42FSt7

ইউক্রেনে হামলার জেরে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President ) পরিবারের সদস্যদের উপরেও আর্থিক বিধিনিষেধ জারি করল আমেরিকা। এই তালিকায় পুতিনের মেয়েরাও রয়েছেন। সূত্রের খবর, পুতিনের ঘনিষ্ঠ মহলের মধ্যে অন্যতম দেশের বিদেশ মন্ত্রী সেরগেই ল্যাভরভ (Sergei Lavrov)। তাঁকেও মার্কিন আর্থিক নিয়ন্ত্রণের মুখে পড়তে হয়েছে। একই দশা হয়েছে দেশের প্রধান ব্যাঙ্কগুলিরও। সম্প্রতি ইউক্রনের বুচা শহরের একটি ভয়াবহ ছবি প্রকাশ্যে। রাজধানী কিয়েভের নিকটবর্তী এই শহরে রাস্তার উপর নিরস্ত্র, অসহায় ইউক্রেনীয়দের দেহ পড়ে থাকতে দেখা যায়। সূত্রের দাবি, রুশ সেনাবাহিনীই এই তাণ্ডব চালিয়েছে। বিশেষ সামরিক অভিযানের নামে কেড়ে নেওয়া হয়েছে সাধারণ মানুষের প্রাণ। ভারত-সহ বিশ্বের অধিকাংশ দেশই রুশ আগ্রাসনের এই নৃশংস হামলার কঠোর সমালোচনা করেছে। আর এই ঘটনার প্রেক্ষিতেই পুতিনের মেয়েদের উপরেও আর্থিক নিয়ন্ত্রণ জারির সিদ্ধান্ত কার্যকর করেছে আমেরিকা। যদিও রাশিয়ার বক্তব্য, তাদের সেনা কোনও নিরস্ত্র সাধারণ মানুষের প্রাণ নেয়নি। এটা পুরোটাই নাকি ইউক্রেনের সাজানো ঘটনা। সেদেশের সরকারি আধিকারিকরাই এর নেপথ্যে রয়েছে। যদিও স্যাটেলাইট ইমেজ অন্য কথা বলছে। ছবি বলছে, বুচায় যখন গণহত্যার মতো নারকীয় ঘটনা ঘটছে, তখন সেখানে রুশ সেনাবাহিনীরই নিয়ন্ত্রণ ছিল। যদিও বুধবারও পুতিন নিজে দাবি করেছেন, আসলে কিয়েভই এই জঘন্য কাণ্ড ঘটিয়েছে। তারা উস্কানিমূলক আচরণ করছে! এদিকে, আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, পুতিনের মেয়ে ক্যাটরিনা ভ্লাদিমিরোভনা তিখোনোভা (Katerina Vladimirovna Tikhonova) এবং মারিয়া ভ্লাদিমিরোভনা ভরোন্তসোভার (Maria Vladimirovna Vorontsova) উপর আর্থিক বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। পুতিনের সন্তানদের মধ্যে এঁরা দুজনেই প্রাপ্তবয়স্ক। সেই কারণেই এঁদের উপর এই বিধিনিষেধ কার্যকর হয়েছে। সূত্রের দাবি, পুতিনের এই দুই মেয়ের মধ্যে ক্যাটরিনা একজন প্রযুক্তিবিদ। তিনি রুশ সরকার এবং দেশের প্রতিরক্ষা শিল্পের জন্য অনেক কাজ করেন। অন্যদিকে, তাঁর বোন মারিয়া রাষ্ট্র পরিচালিত বিভিন্ন প্রকল্পের নেতৃত্বে থাকেন। এইসব প্রকল্পের কাজ চালানোর জন্য সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকা অনুদান পান তিনি! তাঁর নেতৃত্বেই রাশিয়ায় জেনেটিক্স নিয়ে গবেষণার কাজ চলছে। পুতিন নিজে গোটা বিষয়টি নজরে রেখেছেন। আমেরিকার ধারণা, পুতিনের সম্পত্তির একটা অংশ তাঁর এই দুই মেয়ের দখলে রয়েছে। সেই কারণেই তাঁদের দুজনের উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এক আধিকারিক অন্তত এমনটাই জানিয়েছেন। পুতিনের বিরুদ্ধে বেনামে সম্পত্তি লুকিয়ে রাখারও অভিযোগ তুলেছেন ওই আধিকারিক।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/aKNrtkx
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads