ভবিষ্যৎ বাণী মিলে গেল! অনুব্রতকে খোঁচা BJP রাজ্য সভাপতির https://ift.tt/eum4ny6 - MAS News bengali

ভবিষ্যৎ বাণী মিলে গেল! অনুব্রতকে খোঁচা BJP রাজ্য সভাপতির https://ift.tt/eum4ny6

"বলেছিলাম, ক্যামেরার মুখ উডবার্ন ওয়ার্ডের দিকে করে রাখুন। যে ভবিষ্যদ্বাণী করেছিলাম, সেটাই তো সত্যি হয়েছে।" বুধবার অনুব্রত মণ্ডলের এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়াকে এই ভাষাতেই কটাক্ষ করলেন BJP-র রাজ্য সভাপতি ()। BJP-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন দলের বর্ধমান জেলা কার্যালয়ে এসেছিলেন বালুরঘাটের সাংসদ তথা দলের রাজ্য সভাপতি। বর্ধমান কার্যালয়ে কর্মীদের নিয়ে একটি বৈঠকও করেন সুকান্ত। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক ইস্যুতে তৃণমূল নেতাদের একহাত নেন তিনি। এর আগে গোরুপাচার মামলায় চারবার CBI-এর কাছে হাজিরা এড়ালেও, বুধবার নিজাম প্যালেসের পথে রওনা দিয়েছিলেন ()। CBI-এর এবারের ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার রাতেই কলকাতায় চলে এসেছিলেন তিনি। কিন্তু বুধবার নিজাম প্যালেস যাওয়ার পথে আচমকাই বাঁক নিয়ে এসএসকেএমে পৌঁছে যায় অনুব্রতর গাড়ি! অসুস্থতার কারণে তিনি ভর্তি হন উডবার্ন ওয়ার্ডে। সেই ঘটনার প্রেক্ষিতেই এদিন সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে, ভবিষ্যদ্বাণী প্রসঙ্গ উত্থাপন করেন BJP-র রাজ্য সভাপতি৷ সেই সূত্রেই তিনি বলেন, "অনুব্রত পরিকল্পিতভাবে বাঁচার চেষ্টা করছেন। কিন্তু বেশি দিন বাঁচতে পারবেন না।" বুধবার সকালেই খবর পাওয়া যায়, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তপন কান্দুর মৃত্যু মামলা CBI হাতে নেওয়ার দিনই মৃত কাউন্সিলরের বন্ধু তথা প্রত্যক্ষদর্শীর দেহ উদ্ধারে নতুন করে শোরগোল পড়ে যায়। বিরোধীরা দাবি তোলেন, নিরঞ্জনের মৃত্যুর তদন্তও CBI-কে করতে হবে৷ এই পরিস্থিতিতে ঝালদার প্রত্যক্ষদর্শীর মৃত্যু প্রসঙ্গে সুকান্তও বলেন, "এই মৃত্যু সন্দেহজনক। এই মৃত্যুরও তদন্ত CBI-এর দ্বারা হওয়া উচিত। আগের মৃত্যুর সঙ্গে এই দেহ উদ্ধার অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে মনে হচ্ছে। কারণ, ইনিই একমাত্র প্রত্যক্ষদর্শী ছিলেন। যে সুইসাইড নোট পাওয়া গিয়েছে, সেখানে পুলিশের বিরুদ্ধে হেনস্থা করার অভিযোগ রয়েছে।" BJP রাজ্য সভাপতির বক্তব্যে উঠে এসেছে SSC মামলার প্রসঙ্গও। এই মামলায় CBI FIR দায়ের করেছে। তিনজনকে নোটিশও পাঠিয়েছে। সেই ইস্যুতে সুকান্তর বক্তব্য, "কমিশনের পরীক্ষা এক সময় ভালো পরীক্ষা ছিল। উপযুক্ত বেকার ছেলেমেয়েরা চাকরি পেতেন। বর্তমানে CBI-এর হাত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখন ওঁর অবধি পৌঁছনোর অপেক্ষা।" শুধু অনুব্রত বা পার্থকে নিশানা করা নয়, সুকান্তর তির্যক বাক্যবাণ এদিন ধেয়ে এসেছে কুণাল ঘোষের দিকেও। সীমান্ত পাহারা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্রের বক্তব্যের পালটা সুকান্ত মজুমদার বলেন, "কুণালবাবুর কথাকে গুরুত্ব দেবেন না। এক বছর আগে অন্য কথা বলতেন, এখন অন্য কথা বলছেন।" অমিত শাহের এখনই এ রাজ্যে আসার সম্ভাবনা ইস্যুতে বিজেপি রাজ্য সভাপতি জানান, "তিনি আসবেন কি না ঠিক নেই ৷ তবে, ওঁর একটি সরকারি অনুষ্ঠানে আসার সম্ভাবনা রয়েছে।"


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/vzZ4iRe
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads