ডেথ ওভারে দুর্দান্ত পারফরম্যান্স লখনউয়ের, পরাস্ত নিজামবাহিনী https://ift.tt/x45fEsu - MAS News bengali

ডেথ ওভারে দুর্দান্ত পারফরম্যান্স লখনউয়ের, পরাস্ত নিজামবাহিনী https://ift.tt/x45fEsu

শেষ চারটে ওভার দুর্দান্ত পারফরম্যান্স করল দলের বোলাররা। এমন একটা সময়ে আভেশ খান জোড়া উইকেট শিকার করলেন, ঠিক যখন টাগ অফ ওয়ারে একটু হলেও অ্যাডভান্টেজ ছিল হায়দরাবাদের। অ্যান্ড্রু টাই মাত্র ১০ রান দিলেন। এরপর শেষ ওভারে দরকার ছিল আর মাত্র ১৬ রান। যখন সবথেকে বেশি দরকার ছিল, তখনই একের পর এক ইয়র্কার দিতে শুরু করলেন জেসন হোল্ডার। শেষ তিন ওভারে হায়দরাবাদের ৩৩ রান দরকার ছিল। তারমধ্যে ২০ রান তারা করতে পেরেছে। চার পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার প্রথম পাঁচটা দলের মধ্যে নাম লিখিয়ে ফেলল লখনউ সুপার জায়ান্টস। টুর্নামেন্ট শুরুর আগে এই দলটা নিয়ে অনেকের মনেই একটা সন্দেহ ছিল যে কতটা পারফর্ম করতে পারবে। অবশেষে রাহুল ব্রিগেড নিজেদের যোগ্যতা কিছুটা হলেও প্রমাণ করেছে। এবার ফিরে আসা যাক, সানরাইজার্স হায়দরাবাদের কথায়। এই দলটার ব্যাটিং অর্ডার নিয়ে যথেষ্ট সমস্যা রয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিলে ব্যাপারটা আপনাদের কাছে আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। হায়দরাবাদের হাতে যখন এইডেন মার্করাম এবং রাহুল ত্রিপাঠীর মতো ওপেনার রয়েছে, সেই জায়গায় কেন যে উইলিয়ামসন এবং অভিষেক শর্মা প্রথমে ব্যাট করতে নামলেন, সেটা অবশ্যই একটা প্রশ্নের দিকে ঠেলে দেবে। এতে দলের উপরে খামোখা বাড়তি চাপ চলে এসেছে। সানরাইজার্স হায়দরাবাদের মতো একটা দলের কাছে এই সিদ্ধান্ত একেবারেই কাম্য নয়। দলের সেরা ব্যাটারদের আরও ফিট হতে হবে। আগামী শনিবার নিজামবাহিনী পরের ম্যাচটা খেলতে নামবে। সেই ম্যাচে অবশ্যই এই দলে কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। ম্যাচের সেরা ঘোষণা করা হয়, "দলকে এই উইকেট উপহার দেওয়ার জন্য অনেক পরিশ্রম করেছি। কারণ দল আমার থেকে এটাই চেয়েছিল। আমি পাও য়ার প্লে এবং স্লগ ওভারে বেশ কয়েকটা উইকেট শিকার করতে চেয়েছিলাম। (উইলিয়ামসনের উইকেট) আমি ভেবেছিলাম যে স্লো বল করব। কারণ লক্ষ্য করেছিলাম, ধীরগতির বলগুলোতেই কাজের কাজটা হচ্ছে। ফলে আমি মনে মনে ভেবেছিলাম, পাওয়ার প্লে চলাকালীন যদি কিছুটা বৈচিত্র্য নিয়ে আসা যায়। (হ্যাটট্রিক বল) আমি ডট বল করতে চেয়েছিলাম। সেকারণেই ইয়র্কারটা করি। (নয়া ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বোঝাপড়া) এই দলের ভিত যথেষ্ট মজবুত। গম্ভীর, বিচেল এবং ফ্লাওয়ার রয়েছেন। ওঁরা আমাকে নিজের শক্তি অনুসারে বল করার স্বাধীনতা দিয়েছেন।"


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/MBYzk0W
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads