Bangla News
News in Bengali
এই সময়: Bengali News
কলকাতা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/5o1yDzk
"আমাদের সব কাজ একসঙ্গে করবেন...", সুইসাইড নোট লিখে আত্মঘাতী ২ কিশোরী https://ift.tt/3gMdRqx
’ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে, তোড়েঙ্গে দম মগর, তেরা সাথ না ছোড়েঙ্গে৷’ বন্ধুত্ব বোধ হয় একেই বলে? দুই মেয়ে পরস্পরের সই হয়েছিলেন দীর্ঘ দিন আগে৷ সময়ের সঙ্গে সম্পর্কটা নিবিড় হয়েছিল দুই বান্ধবীর৷ কিন্তু এতটাই জমাট বেঁধেছিল সেই গাঁটছড়া যে, একে অন্যের থেকে আলাদা হওয়ার কথা বোধ হয় ভাবতেই পারেনি যুগল৷ একজনের বিয়ে ঠিক হওয়ার খবর তাই মেনে নিতে পারেনি আরেকজন। বেছে নিয়েছে আত্মহননের পথ। এক বান্ধবী অন্য কারও ঘর করতে চলে যাবে, তা মানতে না পেরে দুই কিশোরী জোড়ায় বেছে নিল আত্মহত্যার পথ৷ শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডে একসঙ্গে আত্মহত্যা করল দুই প্রিয় বান্ধবী৷ সোমবার দুই কিশোরীর ঝুলন্ত নিথর দেহ যখন উদ্ধার হল, তখন সন্ধ্যা ঘনিয়েছে। এলাকাতেও তখন যেন ঘন আঁধার৷ দুই মেয়ের এমন কীর্তির কথা বিশ্বাস করতে পারছেন না কেউই৷ ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়া চাঞ্চল্যের মধ্যেই কেউ কেউ যেন অস্ফুটে বলে উঠছেন, এমনও হয়! স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই কিশোরী স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ত। ছোটবেলা থেকেই দু’জনের মধ্যে গভীর ভাব৷ এক্কা-দোক্কা থেকে মনের গোপন কথা ভাগ করে নেওয়া, পরস্পরের মধ্যে ছিল নিবিড় অনুরাগ৷ কিন্তু তাল কাটল একজনের বিয়ে ঠিক হতেই৷ কয়েকদিন পরই যে শ্বশুরবাড়ির পথ ধরার কথা ছিল একজনের৷ বিয়ে ঠিক হওয়ার কথা জানার পরই দু’জন মনমরা হয়ে পড়ে। কিন্তু সেই হতাশার যে এমন মর্মান্তিক পরিণতি হবে, সে কথা আঁচ করেননি কেউই৷ সোমবার সন্ধ্যায় দু’জনের ঝুলন্ত দেহ উদ্ধার করে ভক্তিনগর থানার পুলিশ৷ যুগলের মৃতদেহ উদ্ধার করতে গিয়ে একটি সুইসাইড নোটও হাতে পেয়েছে পুলিশ৷ সেই নোটে লেখা, "আমাদের সব কাজ একসঙ্গে করবেন। আমাদের হাত কেউ খুলে দেবেন না। আমাদের আলাদা করে দেবেন না৷" তবে কি তাদের গভীর বন্ধুত্ব বদলে গিয়েছিল পারস্পরিক ভালোবাসায়? তাদের চার হাত এক করার তাড়না কি দুই কিশোরী প্রকাশ করতে পারেনি সমাজের বাঁকা চোখের ভয়ে? তাই কি অন্য কারও হাত ধরার বদলে দুই বান্ধবী এই পথ বেছে নিলেন? প্রশ্ন তুলছে স্থানীয়রা। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/5o1yDzk
Previous article
Next article
Leave Comments
Post a Comment