অবিশ্বাস্য! রায়গঞ্জের স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মাত্র ৩ https://ift.tt/jGNgXaD - MAS News bengali

অবিশ্বাস্য! রায়গঞ্জের স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মাত্র ৩ https://ift.tt/jGNgXaD

এবারে স্কুলের উচ্চ মাধ্যমিক ( Exam) পরীক্ষার্থী মাত্র তিনজন। এমনই অবিশ্বাস্য কান্ড ঘটেছে জেলার ইটাহারের বানবোল মহিলাল উচ্চ বালিকা বিদ্যালয়ে ()। একটি স্কুল থেকে কীভাবে মাত্র তিনজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে। স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও এই ঘটনার দায়ভার পাশ্ববর্তী উচ্চ বিদ্যালয়ের উপরই চাপিয়েছে ওই স্কুল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (Higher Secondary Exam) ইটাহার বানবোল মহিলাল উচ্চ বালিকা বিদ্যালয়ের (Banbole Mahilal Girls High School) মাত্র তিনজন পরীক্ষার্থী। এর জন্য পাশ্ববর্তী বানবোল উচ্চ বিদ্যালয়কেই দায়ী করেছেন বানবোল মহিলাল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি দাস। তিনি বলেন, ''মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর পাশ্ববর্তী বানবোল উচ্চ বিদ্যালয় নিয়ম না মেনে ভর্তি করায়। ফলে বেশিরভাগ ছাত্রী সেই স্কুলে ভর্তি হয়ে যায়। আমার স্কুলে বিগত বছরে ১৩০ জন ছাত্রী থাকলেও মাত্র ১৯ জন ছাত্রী একাদশ শ্রেণিতে ভর্তি হয়। এর উপর করোনা আবহে বিদ্যালয় বন্ধ থাকায় অনেক ছাত্রী পড়াশোনা ছেড়ে দেয় অথবা কারোর বিয়ে হয়ে যাওয়ায় এবারে মাত্র তিনজন ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।'' শিউলিদেবীর দাবি, নিয়ম বর্হিভূতভাবে ছাত্রী ভর্তির ব্যাপারে তাঁর বিদ্যালয়ের তরফে বানবোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু সরকারি নিয়মানুযায়ী ভর্তি ও নির্দিষ্ট শতাংশ বেঁধে দিলেও ওই শিক্ষক নিয়মবহির্ভূতভাবে ছাত্রী ভর্তি করিয়েছেন। এছাড়াও তাঁর আরও অভিযোগ যে, পাশের বিদ্যালয় থেকে মিথ্যা খবর রটানো হয় যে তাদের বিদ্যালয়ে বাংলা বিভাগের পড়াশোনার পরিকাঠামো নেই। গোটা বিষয়টি লিখিত আকারে জেলায় জানানো হয়েছে। তবুও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বানবোল মহিলাল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার। যদিও মাধ্যমিক পরীক্ষার পর স্কুলের তরফে গ্রামে গ্রামে গিয়ে ছাত্রীদের অভিভাবকদের একাধিকবার বানবোল উচ্চ বালিকা বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষিকা সহ পরিকাঠামো রয়েছে এবং বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার ফলাফলও ভালো হয় বলে বোঝানো হয়েছে। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি বলে জানান শিউলিদেবী। যদিও বানবোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্র বলেন, "সরকারি নিয়ম মেনেই একাদশ শ্রেণিতে বাইরের ছাত্র-ছাত্রীদের ভর্তি করানো হয়।" বানবোল মহিলাল উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি তার পালটা পরামর্শ, "মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পর সেই বিদ্যালয়ের শিক্ষকদের ছাত্রী সহ অভিভাবকদের সঙ্গে জনসংযোগ রাখার দরকার আছে।" করোনাকালে স্কুল বন্ধ থাকার সময় বানবোল মহিলাল উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ যদি ছাত্রীদের সঙ্গে যদি জনসংযোগ রাখত তাহলে এই অবস্থা হতো না বলেও কটাক্ষ করেন তাঁর।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/i4OkTy2
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads