Bangla News
News in Bengali
এই সময়: Bengali News
কলকাতা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/Nyuzd3e
আয় বহির্ভূত সম্পত্তি! গ্রেফতার বনগাঁ দমকলের ওসি https://ift.tt/WRiyLH9

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগে দমকলের OC-কে গ্রেফতার করা হল! বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের বিশেষ প্রতিনিধি দল। ধৃত দমকল আধিকারিকের নাম দেবাশিস হালদার। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠছিল। যার জেরে আগেও তাঁকে শাস্তির মুখে পড়তে হয়। কিন্তু, তাতেও ওই আধিকারিক নিজের ভুল শোধরাননি বলে দাবি করা হচ্ছে। আর তার জেরেই এদিন শেষমেশ তাঁকে গ্রেফতার হতে হয়। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে উত্তর ২৪ পরগনার বনগাঁ দমকল কেন্দ্রের OC পদে নিযুক্ত রয়েছেন অভিযুক্ত আধিকারিক। যদিও সম্প্রতি তাঁকে সাসপেন্ড করা হয়। ছয়মাস সাসপেন্ড থাকার পর দিন কয়েক আগেই কাজে যোগ দেন তিনি। রোজের জীবন যাপনের ধরন-সহ নানা কারণে তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগ ওঠে। সেই অভিযোগের তদন্ত শুরু করে রাজ্য পুলিশের বিশেষ দল। তদন্তের স্বার্থেই বুধবার তাঁকে কলকাতায় ডেকে পাঠানো হয়। দীর্ঘক্ষণ তাঁকে সেখানে আটকে রেখে দফায় দফায় জেরা করেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, তদন্তকারীদের প্রশ্নের উত্তরে দেবাশিস যেসমস্ত তথ্য পেশ করেন, তাতে সন্তুষ্ট নয় পুলিশ। উপরন্তু, জেরা চলাকালীন দেবাশিসের মন্তব্যে একাধিক অসঙ্গতিও ধরা পড়ে। সেই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলেও যুৎসই কোনও ব্যাখ্যা দিতে পারেননি ওই দমকল আধিকারিক। একইসঙ্গে, দেবাশিসের বাড়িতে তল্লাশিও সিদ্ধান্ত নেয় পুলিশ। প্রসঙ্গত, দেবাশিস বর্তমানে বনগাঁয় নিযুক্ত থাকলেও তিনি থাকেন ডায়মন্ড হারবারে। সেখানেই তল্লাশি চালানো হয়। দমকল সূত্রে জানা গিয়েছে, আগে দমকল কেন্দ্রের OC পদে নিযুক্ত ছিলেন দেবাশিস। ২০১৮ সালের তাঁর বদলি হয়। নতুন কর্মস্থল হয় বনগাঁয়। কিন্তু, কাজের জায়গা বদলালেও ডায়মন্ড হারবারের সরকারি কোয়ার্টারেই থেকে যান দেবাশিস। স্ত্রী ও মেয়েকে নিয়েই সেখানে থাকতেন তিনি। সেই কোয়ার্টারে গিয়েই তল্লাশি চালান পুলিশের তদন্তকারী আধিকারিকরা। তাঁদের দাবি, তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। এদিকে, দেবাশিসের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছে। তবে, এই দুর্নীতি তিনি কীভাবে এবং কতদিন ধরে করেছেন, সেটা এখনও স্পষ্ট নয়। পুলিশ বা দমকলের পক্ষ থেকেও এই বিষয়ে খোলসা করে কেউ কিছু বলতে চায়নি। সূত্রের দাবি, নির্দিষ্ট তথ্য প্রমাণ হাতে আসার পরই দেবাশিসকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন তদন্তকারীরা। বৃহস্পতিবার সেই মতোই পদক্ষেপ করা হয়। এখনও এই ঘটনার তদন্ত চলছে। পুলিশের আশা, গ্রেফতারির পর দেবাশিসকে জেরা করে আরও অনেক তথ্য পাওয়া যাবে।
from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/Nyuzd3e
Leave Comments
Post a Comment