Bangla News
News in Bengali
এই সময়: Bengali News
কলকাতা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/a1iOP7j
কৃষকদের রাতের ঘুম, মনের শান্তি কেড়েছে লেবু! https://ift.tt/Kc47XwO

খোলা বাজারে এক কেজি পাতিলেবু বিক্রি হচ্ছে ২৫০ টাকায়! কোথাও কোথাও দাম আরও বেশি। চলতি সপ্তাহেই দেশের কোনও কোনও জায়গায় ২৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে! হঠাৎ করে তৈরি হওয়া এই পরিস্থিতিতে খুশি হওয়ার কথা লেবু চাষিদের। কারণ, দাম বাড়ায় তাঁদের মুনাফা বেশি হবে বলেই ধরে নেওয়া যায়। কিন্তু, বাস্তব পরিস্থিতি অন্য কথা বলছে। কৃষকরা বলছেন, লেবুর দাম আমজনতার নাগালের বাইরে চলে যাওয়ায় তৈরি হয়েছে নতুন অশান্তি। যেকোনও সময় ফসল লুঠ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। অথচ, চাষ করতে খরচ তো হয়েছে। ফসল চুরি হয়ে গেলে বিক্রি করবেন কী? আর ফসল বেচে ঘরে টাকা না তুললে সংসার চলবে কীভাবে! এই অবস্থায় কাজ বেড়েছে লেবু চাষিদের। রাত পাহারা, থেকে তালি-চাবি! চুরি ঠেকাতে যতরকম পন্থা অবলম্বন করা সম্ভব, তা করছেন কৃষকরা। যাঁদের আর্থিক সঙ্গতি আছে, তাঁরা রীতিমতো লেঠেল নিয়োগ করেছেন। দিন-রাত এই পেশাদার লড়াকুরাই লেবু বাগান পাহারা দিচ্ছেন। আর যাঁদের লোক রাখা ক্ষমতায় কুলোচ্ছে না, তাঁদের পরিবারের সদস্যরাই দফায় দফায় বাগান পাহারার দায়িত্ব সামলাচ্ছেন। ছেলে, বুড়ো থেকে নারী, পুরুষ! সব ফেলে এখন এটাই তাঁদের রোজের প্রধান কাজ। উত্তরপ্রদেশের কোঁচ, কানপুর থেকে বিহারের জামুই, সর্বত্রই এক ছবি ধরা পড়েছে। শুধুমাত্র কানপুরের বিভিন্ন এলাকাতেই প্রায় ২ হাজার বিঘা জমিতে লেবুর চাষ করা হয়। এখানকার চৌবেপুর, বিথুর, কাতরি, মন্ধানা, পরিয়ার-সহ বিভিন্ন এলাকায় লেবুর বাগান আছে। এত দিন খুচরো বাজারে প্রতি পিস পাতিলেবু এক টাকা থেকে পাঁচ টাকা দরে বিকোত। শহরাঞ্চলে লেবুর দাম কিছুটা বেশি হলেও গ্রামের হাট বাজারে দাম তেমন ছিল না। তাই লেবুর এমন আকাশছোঁয়া দরে ভ্যাবাচাকা খেয়ে গিয়েছেন কৃষকরাও। উত্তরপ্রদেশের কোঁচ এলাকার এক কৃষক জানালেন, "জলবায়ুর পরিবর্তনই এই পরিস্থিতির জন্য দায়ী। এবছর গাছে লেবুর ফুল অনেক এসেছিল। কিন্তু আবহাওয়া প্রতিকূল হওয়ায় অধিকাংশ ফুলই ঝরে যায়। এর ফলে চাহিদার তুলনায় উৎপাদন অনেক কম হবে এই মরশুমে। এই কারণেই লেবুর দাম এত বেড়ে গিয়েছে। আর তারপর থেকেই আমাদের বাগানে চুরির চেষ্টা চলছে। আমরা গোটা বাগান ঘিরে দিয়েছি। গেট লাগিয়েছি। তাতে সব সময় তালা ঝুলিয়ে রাখি।" প্রায় একই সুর শোনা গিয়েছে বিহারের মাওবাদী কবলিত জামুই জেলার বিভিন্ন এলাকার লেবু চাষিদের মুখেও। তাঁরা বলছেন, "এমনিতে লেবু বিক্রি করে আমাদের খুব বেশি আয় হয় না। কিন্তু, এবার লেবুর দাম বাড়ায় আমরা হয়তো দুটো পয়সার মুখ দেখতে পাব। এদিকে, নতুন উপদ্রব শুরু হয়েছে। লেবুর দাম বাড়তেই আমাদের বাগানে চোর ঢুকছে। আমরা তাই সারাক্ষণ পাহারা দিচ্ছি। ছেলে, বুড়ো সকলে মিলে এই কাজ করছি। বাড়ির মেয়েরাও সংসারের কাজ সেরে বাগান পাহারা দিচ্ছেন!"
from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/a1iOP7j
Previous article
Next article
Leave Comments
Post a Comment