ইমরান অতীত, পরবর্তী প্রধানমন্ত্রী কি শাহবাজ? https://ift.tt/Pkf8YsU - MAS News bengali

ইমরান অতীত, পরবর্তী প্রধানমন্ত্রী কি শাহবাজ? https://ift.tt/Pkf8YsU

ইমরানে আস্থা নেই পাকিস্তানের। শনিবার মধ্যরাতে টানটান উত্তেজনার মাঝেই প্রমাণ হয়ে গেল তা। বিরোধী দলনেতা পরবর্তী পাক প্রধানমন্ত্রী হতে পারেন বলে সূত্রের খবর। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই প্রেসিডেন্টের সঙ্গে মোলাকাত করতে পারেন শাহবাজ। কারণ, আগামী ১১ এপ্রিল পরবর্তী পাক প্রধানমন্ত্রীর নির্বাচন হবে। পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই Shehbaz Sharif। বর্তমানে PML-N ( Muslim League-Nawaz's)-এর সভাপতি তিনি। পরপর তিনবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। আন্তর্জাতিক স্তরে সেভাবে খ্যাতি না থাকলেও, সুচারু রাজনীতিক বটে। Imran Khan -এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ক্ষেত্রেও নেতৃত্ব দিয়েছেন শাহবাজ। সুদক্ষ প্রশাসক হিসেবে জনপ্রিয়তা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রী থাকাকালীন চিনের সঙ্গে আর্থিক লেনদেন করেছিলেন শাহবাজ। সে সময়েই নিজেকে প্রমাণ করেন তিনি। জানা গিয়েছে, শাহবাজকেই প্রশাসক হিসেবে দেখতে চাইছেন ইমরান বিরোধীরা। এদিন ইমরানের প্রাক্তন স্ত্রী রেহাম খান শাহবাজের একটি ছবি টুইট করে লিখেছেন, “আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী।" সূত্রের খবর, পাকিস্তানের সেনার সঙ্গেও দুর্দান্ত সম্পর্ক শাহবাজের। ২২ কোটির দেশের বিদেশ এবং প্রতিরক্ষা দফতর সেনার নিয়ন্ত্রণাধীন। ফলত সেনার সঙ্গে সৌহার্দ্য থাকায় যে শাহবাজ লাভবান হবেন তা বলাবাহুল্য। ১৯৯৭ সালে প্রথমবার পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন শাহবাজ শরিফ। কিন্তু, ১৯৯৯ সালে জেনারেল পারফেজ মুশারফের নেতৃত্বে পাকিস্তানে সেনা অভ্যুত্থান ঘটে। পরবর্তীতে মুশারফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন। ওই সময় ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান শাহবাজ শরিফ। টানা আট বছর সেখানেই ছিলেন তিনি। এরপর ২০০৭ সালে শাহবাজ ফের পাকিস্তানে ফিরে আসেন। ২০০৮ সালে নির্বাচনে জিতে আবারও পঞ্জাবের মুখ্যমন্ত্রী হন তিনি। এরপর ২০১৩ সালেও তাঁকেই মুখ্যমন্ত্রী নির্বাচন করে পঞ্জাবের জনতা। তবে, ২০১৮ সালে তিনি হেরে যান। কিন্তু, এবার তাঁকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন বিলাওয়াল ভুট্টো, রেহাম খানরা। প্রসঙ্গত, এদিন Imran Khan -এর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন ১৭৪ জন। পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার মধ্যরাতে কোনও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আস্থা ভোট সম্পন্ন হল। এদিন ইমরানের সঙ্গে দেখা করেন National Assembly -র Speaker। তারপরই স্পিকার এবং ডেপুটি স্পিকার পদত্যাগ করেন। পার্লামেন্ট ছেড়ে বেড়িয়ে যেতে দেখা যায় ইমরানের দলের সমস্ত জনপ্রতিনিধিদের। শুধুমাত্র বিরোধীদের উপস্থিতিতে ভোটাভুটির প্রক্রিয়া এগিয়ে নিয়ে যান প্রধান বিচারপতি।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/1rXdQUC
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads