আস্থা ভোটে হার, পাক প্রধানমন্ত্রীর পদ হারালেন ইমরান https://ift.tt/SfvMwWn - MAS News bengali

আস্থা ভোটে হার, পাক প্রধানমন্ত্রীর পদ হারালেন ইমরান https://ift.tt/SfvMwWn

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা পেশ করার আগেই পদত্যাগ করলেন ন্যাশনাল অ্য়াসেম্বলির স্পিকার এবং ডেপুটি স্পিকার। এরপরই শুরু অনাস্থা পেশের প্রক্রিয়া। শনিবার মধ্যরাতে আস্থা ভোটে পরাজয় হল ইমরানের। তাঁর বিরুদ্ধে এবং অনাস্থা প্রস্তাবের সপক্ষে ভোট দিয়েছেন ১৭৪ জন। ফলত পাক প্রধানমন্ত্রীর কুর্সি হারালেন প্রাক্তন ক্রীড়াবিদ। প্রধানমন্ত্রী ইমরান খানের (Pakistan Prime Minister ) বিরুদ্ধে অনাস্থা পেশকে কেন্দ্র করে শনিবার মধ্যরাতে চূড়ান্ত নাটকের সাক্ষী থাকল গোটা বিশ্ব। প্রতি মুহূর্তে গেল ঘটনাক্রম। সূত্রের খবর, এদিন ইমরানের সঙ্গে দেখা করেন ন্য়াশনাল অ্য়াসেম্বলির স্পিকার। তারপরই স্পিকার এবং ডেপুটি স্পিকার পদত্যাগ করেন। পার্লামেন্ট ছেড়ে বেড়িয়ে যান ইমরানের দলের সমস্ত জনপ্রতিনিধি। এরপর শুধুমাত্র বিরোধীদের উপস্থিতিতে ভোটাভুটির প্রক্রিয়া এগিয়ে নিয়ে যান প্রধান বিচারপতি। মধ্যরাতের কিছু পরেই পার্লামেন্টে পৌঁছন তিনি। পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, ইতিমধ্যেই দেশের বিমানবন্দরগুলিতে হাই অ্য়ালার্ট জারি করা হয়েছে। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, NOC সঙ্গে না থাকলে কোনও সরকারি আধিকারিক বা আমলাই দেশ ছেড়ে যেতে পারবেন না! সমস্ত দিক থেকে পরিস্থিতি প্রতিকূল জানার পরও প্রধানমন্ত্রীর কুর্সি ছাড়তে নারাজ ছিলেন ইমরান খান। তিনি জানিয়ে দেন, যাই ঘটুক না কেন, নিজে থেকে ইস্তফা দেবেন না কিছুতেই। এ নিয়ে বিরোধীদের সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। কিন্তু, ইমরান সেসবে আমল দেননি। পাক সুপ্রিম কোর্টের নির্দেশ মাফিক শনিবারই ইমরানের বিরুদ্ধে অনাস্থা পেশের প্রক্রিয়া শুরু করেন বিরোধীরা। কিন্তু, দফায় দফায় অধিবেশন স্থগিত করে দেওয়া হয়। সূত্রের দাবি, যেকোনও মূল্য়ে অনাস্থা আটকাতেই এমন জোর জবরদস্তি শুরু করেন ইমরান। এদিন ন্য়াশনাল অ্য়াসেম্বলিতে যাওয়ার বদলে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেন ইমরান খান। কখনও শোনা যায়, তিনি নাকি শর্তসাপেক্ষে অনাস্থা পেশে রাজি হয়েছেন, আবার কখনও কানে আসে দেশের প্রধান বিচারপতি তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন! কিন্তু, এর মধ্যে কোনটা আসল খবর তাই নিয়েই রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়। এরই মধ্যে ইসালামাবাদ শহরে সেনা নামান হয়। অনাস্থাকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্যই এই বন্দোবস্ত করা হয়। অন্যদিকে, সুপ্রিম কোর্টের একটি সূত্র দাবি করে, যদি কোনও কারণে শনিবার অনাস্থার প্রক্রিয়া একেবারেই শুরু না হয়, তাহলে তা হবে আদালত অবমাননা। সেক্ষেত্রে নতুন আইনি সমস্যায় জড়াতে পারেন ইমরান খান। এর প্রেক্ষিতে মধ্যরাতে বা তারপরও প্রয়োজনে আদালত খোলা হতে পারে বলে সূত্র মারফত দাবি করা হয়। ইতিমধ্যে কোনও একটি সংবাদমাধ্যম দাবি নাকি দেশের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে নাকি বরখাস্ত করেছেন। এই দাবি পরে ইমরান নিজেই উড়িয়ে দেন তিনি।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/2IvLAK6
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads