৪ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে! এবার কী করবে চেন্নাই? https://ift.tt/lCfxDsL - MAS News bengali

৪ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে! এবার কী করবে চেন্নাই? https://ift.tt/lCfxDsL

এই নিয়ে টানা চারটে ম্যাচ হেরে গেল। এবার হলুদ ব্রিগেডকে হারতে হল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টসে হেরে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে নামতে হয়। তবে দলের দুই ওপেনার শুরুটা ভালো করেও, আরও একবার ব্যর্থ হলেন। ৫.১ ওভারে চেন্নাই মাত্র ৩৬ রানের মধ্যেই ফিরে যান দলের দুই ওপেনার। রবিন উথাপ্পা ১৫ এবং ঋতুরাজ গায়কোয়াড় ১৬ রান করেছেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে মইন আলি ৪৮ রানের গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেন। অন্যদিকে অম্বাতি রায়াডু করেন ২৭ রান এবং অধিনায়ক ২৩ রান করেন। চলতি মরশুমে এই প্রথমবার সানরাইজার্স হায়দরাবাদ শুরুটা ভালো করল। কেন উইলিয়ামসন এবং অভিষেক শর্মা ১২.১ ওভারে ৮৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন এবং দলকে জয়ের সরণীতে টেনে আনেন। ব্যক্তিগত ৩২ রানের মাথায় আউট হন কেন উইলিয়ামসন। অভিষেক শর্মা করেন ৭৫ রান। রাহুল ত্রিপাঠী মাত্র ১৫ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে নিকোলাস পুরান ৫ রান করে থাকেন নট আউট। এই হারের পর জাদেজা দলের ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বললেন, "আমরা দলের বোলিং নিয়ে যথেষ্ট হতাশ। তবে ব্যাট হাতেও আমরা ২০-২৫ রান কম করেছি। আমরা শেষপর্যন্ত লড়াই করতে চেয়েছিলাম। ১৫৫ রান খুব একটা খারাপ ছিল না। আমাদের দলের বোলাররাও যথেষ্ট চেষ্টা করেছে। উইকেট নেওয়ার চেষ্টা করেছে। আগামীকাল (রবিবার) ছুটি থাকলেও, নিজেদের পারফরম্যান্স কীভাবে আরও উন্নত করা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কোথায় আমরা ভুল করছি, সেটা খুঁজে বের করার চেষ্টা করব। আমরা সকলেই যথেষ্ট পেশাদার। আরও বেশি করে আমাদের পরিশ্রম করতে হবে। একজোট হয়ে থাকতে হবে। তাহলেও আরও জোরদার প্রত্যাবর্তন করতে পারব।" অন্যদিকে এই ম্যাচটা জেতার পর কেন উইলিয়ামসন বললেন, তাঁর দল ধারাবাহিকভাবে এই উন্নতি ধরে রাখতে চায়। স্পষ্ট জানালেন, "প্রত্যেকটা ম্যাচই যথেষ্ট কঠিন হয়। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। হতে পারে, এটা আমাদের প্রথম জয়। কিন্তু, বিগত ম্যাচগুলো থেকে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পেরেছি। শিখেছি যে কীভাবে নিজেকে শান্ত রাখতে হয় এবং ধৈর্য্যের দিকে এগিয়ে যেতে হয়। আমরা নিজেদের পারফরম্যান্সের উপরে আরও বেশি করে ফোকাস করতে চাই এবং আরও স্মার্ট ক্রিকেট খেলতে চাই।" সঙ্গে তিনি আরও যোগ করলেন, "এই উইকেটে রানটা তোলা যথেষ্ট কঠিন ছিল। বড় পার্টনারশিপ গড়ে তুলতে পেরেছি। আর অভিষেক তো দুর্দান্ত ব্যাটিং করেছে। প্রথম ইনিংস থেকে ও শিক্ষা গ্রহণ করেছে আর এবার সেটা রান তাড়া করার সময় প্রয়োগ করল। ক্রিকেট সবসময়ই আপনাকে চ্যালেঞ্জ জানাবে। আর সেকারণে প্রত্যেকেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে চায়।" বর্তমানে CSK প্রথম চারটে ম্যাচেই হেরে গিয়েছে। আপাতত পয়েন্ট টেবিলে সবথেকে নীচে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে SRH প্রথম ম্য়াচ জিতে ৮ নম্বরে উঠে এসেছে। আগামী ১২ এপ্রিল RCB-র বিরুদ্ধে CSK নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে। অন্যদিকে SRH ১১ এপ্রিল খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/i2mKP7E
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads