"আদালতের রায়ে আমি হতাশ! " জাতির উদ্দেশে বললেন ইমরান খান https://ift.tt/KAjs7v1 - MAS News bengali

"আদালতের রায়ে আমি হতাশ! " জাতির উদ্দেশে বললেন ইমরান খান https://ift.tt/KAjs7v1

পাকিস্তানের সুপ্রিম কোর্টের () নির্দেশে তিনি যে একেবারেই খুশি হননি, তা নিয়ে আর কোনও রাখঢাক করলেন না প্রধানমন্ত্রী ()। স্পষ্ট জানালেন আদালতের নির্দেশে তিনি হতাশ! কথা মাফিক, শুক্রবার রাত ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আর সেখানেই আদালতের রায় নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন ইমরান। প্রসঙ্গত, ইমরানের বিরুদ্ধে ন্যাশনাল অ্যাসেম্বলিতে (National Assembly) অনাস্থা পেশ করেছিলেন বিরোধীরা। কিন্তু, ডেপুটি স্পিকার কাসিম সুরি (Qasim Suri) তা বেআইনি বলে খারিজ করে দেন। কিন্তু, শীর্ষ আদালত কাসিমের সেই সিদ্ধান্তকে নাকচ করে শনিবার ফের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা পেশের নির্দেশ দেয়। আদালতের এই সিদ্ধান্তে বেজায় চটেছেন ইমরান। তাঁর আরও অভিযোগ, বিদেশি ষড়যন্ত্রের কারণেই পাকিস্তানে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারের কাছে তার যথেষ্ট প্রমাণও রয়েছে। কিন্তু, সুপ্রিম কোর্ট সেই বিষয়টিকে কোনও গুরুত্বই দেয়নি! এই প্রসঙ্গে তিনি বলেন, "শীর্ষ আদালতের রায়ে আমি ভীষণভাবে হতাশ। কারণ, ডেপুটি স্পিকার যখন গোটা বিষয়টি নিয়ে তদন্ত পরিচালনা করছিলেন, তখন আদালতেরও সবটা খতিয়ে দেখা উচিত ছিল।" তবে, একইসঙ্গে ইমরান জানিয়েছেন, আদালতের রায়ে তিনি কষ্ট পেলেও তা তাঁর শিরোধার্য। ইমরানের খানের অভিযোগ, যেহেতু তিনি আমেরিকার সামনে নতি স্বীকার করেননি, তাই তাঁকে এভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, পাকিস্তানের আর আমেরিকার কাছ থেকে কোনও সাহায্য নেওয়াই উচিত নয়। এদিন তাঁর ভাষণে ফের একবার পড়শি ভারতের প্রশংসা করেন ইমরান খান। তিনি বলেন, কোনও দেশই অন্য কোনও দেশের উপর নিজেদের রায় চাপিয়ে দিতে পারে না। ইউক্রেন হামলা করার পর রাশিয়ার উপর একগুচ্ছ আর্থিক বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকা। রাশিয়ার সঙ্গে যাবতীয় আর্থিক সম্পর্কও ছিন্ন করেছে। কিন্তু, এই প্রেক্ষাপটেও আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে ভারত রাশিয়ার কাছ থেকে অপরিষোধিত তেল আমদানি করেছে। ভারতের এই পদক্ষেপের এদিন ভূয়সী প্রশংসা করেছেন ইমরান। একইসঙ্গে, এদিন পাকিস্তানের সেনাবাহিনী ও দেশের সাধারণ নাগরিকদেরও বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করেন ইমরান খান। তিনি বলেন, "দেশের গণতন্ত্র কখনই দেশের সেনা সুরক্ষিত করতে পারে না। তা সুরক্ষিত করতে পারেন কেবলমাত্র দেশের আমজনতা।" সেইসঙ্গে, ইমরান খান মনে করিয়ে দেন তিনি আমেরিকার বিরোধী নন। কিন্তু, অন্য়ান্য দেশ পাকিস্তানকে কেবলমাত্র যদি টিস্যু পেপার মনে করে, তাহলে সেটা তাঁর পক্ষে কিছুতেই মেনে নেওয়া সম্ভব নয়। কারণ, তাঁর কাছে পাকিস্তানের স্বার্থরক্ষাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ইমরানের কথায়, "আমি কোনও আমদানি করা সরকারকে মেনে নেব না। আমি মানুষের মাঝে যাব।"


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/ujK1cQC
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads