রান্নার গ্যাসের ব্যাপক দাম বৃদ্ধি, প্রভাব পড়ছে বুকিংয়েও https://ift.tt/9cRlLZe - MAS News bengali

রান্নার গ্যাসের ব্যাপক দাম বৃদ্ধি, প্রভাব পড়ছে বুকিংয়েও https://ift.tt/9cRlLZe

এই সময় ডিজিটাল ডেস্ক: ‘গ্যাস দিতে আসেন যিনি, তাঁকে ডেলিভারিপিছু ৩০ টাকা দিতে হয়। এবার গ্যাসের দামের সঙ্গে এই ৩০ টাকা যোগ করলে তা হাজার টাকা ছাড়িয়ে যাচ্ছে। এভাবে সম্ভব নাকি?’’ রীতিমতো ক্ষোভের সুরে কথাগুলো বলছিলেন বালিগঞ্জের বাসিন্দা সুপ্রভা বিশ্বাস। গত 22 মার্চ থেকে পেট্রল ও ডিজেলের পাশাপাশি রান্নার গ্যাসের নতুন দাম কার্যকর হয়েছে। সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম 50 টাকা বেড়ে তা দাঁড়িয়েছে 976 টাকায়। যার ছ্যাঁকা লেগেছে মধ্যবিত্তের হেঁসেলে। অবশ্য, শুধু কলকাতাতেই নয় রান্নার গ্যাসের দাম বৃদ্ধির কারণে সারা দেশেই প্রাণ ওষ্ঠাগত আমজনতার। অনেক জায়গার গ্যাসের ডিস্ট্রিবিউটারেরা এটাও জানিয়েছেন, চলতি মাসে রান্নার গ্যাসের বুকিং স্বাভাবিক সময়ের থেকে কম হয়েছে। অন্য সময় মাসের প্রথমার্ধে বুকিংয়ের ক্ষেত্রে যথেষ্ট চাপ থাকে, কিন্তু এখনও পর্যন্ত এই এপ্রিলের প্রথমার্ধে বুকিংয়ের হার তুলনামূলকভাবে কম। এক ডিস্ট্রিবিউটরের কথায়, "সব গ্রাহকদের মোটামুটি একই অভিযোগ যে, প্রায় হাজার টাকা খরচ করে রান্নার গ্যাস কেনাটা সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে।" প্রসঙ্গত, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার উপরে পশ্চিমি দুনিয়ার নিষেধাজ্ঞা বিশ্ব বাজারে তেলের দামকে 139 ডলারে ঠেলে তুলেছিল। আকাশছোঁয়া অশোধিত তেল বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারী দেশ হিসাবে ভারতকে উদ্বেগে রেখেছিল। কারণ, বিশ্বব্যাপী তেলের দাম বাড়ার পরও 2021 সালের নভেম্বরের পর সরকার পরিচালিত সংস্থাগুলি পেট্রল, ডিজেলের দাম বাড়ায়নি। ফলে বিশেষেজ্ঞরা ধরেই নিয়েছিলেন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরই জ্বালানির দাম বাড়ানোর পথে হাঁটবে কেন্দ্র। গত 10 মার্চ নির্বাচনের ফল বেরনোর পর ভারতের বাজারেও পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি ছিল স্রেফ সময়ের অপেক্ষা। তারপর গত 22 মার্চ জ্বালানির দাম বৃদ্ধির পথে হেঁটেছিল কেন্দ্র। আর তারই প্রভাব পড়েছে সর্বস্তরে। যেমন চেন্নাইয়ের কান্নাগি নগরের বাসিন্দা লক্ষীদেবী জানাচ্ছেন, একটা গ্যাসের সিলিন্ডার যাতে কমপক্ষে 40 দিন চলে, সেই চেষ্টাই করছেন। সে কারণে খাবার গরম করা বা জল গরম করা-সহ গ্যাসের যাবতীয় কাজ অনেক ভেবেচিন্তে করতে হচ্ছে। তাঁর কথায়, ‘‘অনেক সময়ে গ্যাসের পরিবর্তে রান্না বা খাবার গরমের ছোটখাটো কাজ কাঠের উনুনে করে নিচ্ছি।’’ তবে রান্নার গ্যাসের দাম এই স্তরেই সীমাবদ্ধ থাকবে, আর বাড়বে না, এমন নিশ্চয়তা দিতে পারছেন না বিশেষজ্ঞেরা। তাঁদের মতে, রান্নার গ্যাসকে সমস্ত সরকারই অত্যাবশকীয় পণ্য হিসেবে বিবেচনা করে এসেছে এবং সেই অনুযায়ী এক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থাও রেখেছে বরাবর। তবে সাম্প্রতিক সময়ে অনেক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সরকারি নীতিও পাল্টাচ্ছে। এক ডিস্ট্রিবিউটরের কথায়, ‘‘সরকার কখনওই রান্নার গ্যাসের থেকে লাভ করতে চায়নি। তবে সময় পাল্টেছে। এমনও কানাঘুষো শোনা যাচ্ছে যে রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপিছু 260 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।’’ তবে তার সঙ্গত কারণও রয়েছে বলে মনে করছেন অনেকে। এক বিশেষজ্ঞের কথায়, ‘‘রান্নার গ্যাসের সিলিন্ডারপিছু দামবৃদ্ধি একশ্রেণির উপরে চাপ ফেলবে ঠিকই, তবে এতে সরকারের আয়ের জায়গাটা সুরক্ষিত থাকবে। ফলে এই বিষয়টিকে অগ্রাহ্য করা যাবে না।’’


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/pBMvdby
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads