অশনি সঙ্কেত! পাঁচ রাজ্যকে করোনা পরিস্থিতি নিয়ে সতর্ক করল কেন্দ্র https://ift.tt/4kOZVhT - MAS News bengali

অশনি সঙ্কেত! পাঁচ রাজ্যকে করোনা পরিস্থিতি নিয়ে সতর্ক করল কেন্দ্র https://ift.tt/4kOZVhT

একদিকে, গোটা দেশে করোনার গ্রাফ যখন নিম্নমুখী, ঠিক তখনই অশনি সঙ্কেত! ভারতের পাঁচটি রাজ্যে করোনার বাড়বাড়ন্ত নতুন করে চিন্তা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা। সংশ্লিষ্ট পাঁচটি রাজ্যকেই কঠোরভাবে করোনাবিধি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ (Union Health Secretary Rajesh Bhushan) জানিয়েছেন, গোটা দেশের মধ্যে দিল্লি, হরিয়ানা, কেরালা, মহারাষ্ট্র এবং মিজোরামে আবার বাড়ছে। তাই এখন থেকেই কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে। গত সপ্তাহে এই পাঁচটি রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বেড়ে যায়। এরপরই রাজ্য প্রশাসনকে চিঠি পাঠান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। করোনা মোকাবিলায় যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি। স্বাস্থ্য সচিব জানিয়েছেন যে আগের তুলনায় সর্বত্রই করোনার প্রকোপ কমেছে। একথা একেবারে ঠিক। কিন্তু, দেশের বাকি অংশের তুলনায় এই পাঁচটি জায়গার পরিস্থিতি তুলনামূলক খারাপ। সেই কারণেই তাদের বিশেষ করে সতর্ক হতে বলা হয়েছে। কারণ, ইতিমধ্যেইঅ গোটা দেশ থেকে লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। করোনা সংক্রান্ত বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে। এই অবস্থায় নতুন করে সংক্রমণ বাড়লে, এত দিনের সমস্ত লড়াই বেকার হয়ে যাবে। আর তার ফল গোটা দেশকেই ভুগতে হবে। ভূষণের মতে, সংশ্লিষ্ট সবকটি রাজ্যের সরকারেরই উচিত, করোনা গ্রাফের উপর নিয়মিত নজর রাখা। প্রয়োজনে তাদের কঠোরভাবে আবার করোনাবিধি পালন করতে হবে। একইসঙ্গে, করোনা পরীক্ষা, রোগীদের চিহ্নিতকরণ এবং তাঁদের সঠিক চিকিৎসার উপর জোর দেওয়ার কথা বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। তাঁর পরামর্শ, যদি কোথাও মানুষের মধ্যে গণহারে ফ্লু-এর উপসর্গ দেখা যায়, তাহলেও সরকারের সাবধান হওয়া উচিত। রোগের কারণ খুঁজে বের করা উচিত। এর পাশাপাশি, প্রত্যেক নাগরিককেই যাতে করোনার টিকা দেওয়া হয়, তাও রাজ্যগুলিকে নিশ্চিত করতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। তিনি জানিয়েছেন, করোনা মোকাবিলায় রাজ্য প্রশাসন ও সরকারকে কেন্দ্রের পক্ষ থেকে সবরকমভাবে সহযোগিতা করা হবে। কিন্তু, রাজ্যগুলিকেও সর্বদা সতর্ক ও সচেতন থাকতে হবে। প্রসঙ্গত, এদিনই কেন্দ্রের পক্ষ থেকে জানানো আগামী ১০ এপ্রিল থেকেই বেসরকারি টিকাকরণ কেন্দ্রগুলি থেকে করোনা টিকার পাবেন প্রাপ্তবয়স্করা। তবে, বেসরকারি কেন্দ্রগুলি থেকে এই বুস্টার ডোজ তাঁদের টাকা খরচ করে কিনতে হবে।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/UZ8yTK0
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads