ইউক্রেনে নির্বিচার ধর্ষণে উস্কানি রুশ সেনার স্ত্রীর https://ift.tt/CLtDgb1 - MAS News bengali

ইউক্রেনে নির্বিচার ধর্ষণে উস্কানি রুশ সেনার স্ত্রীর https://ift.tt/CLtDgb1

এই সময়, কিইভ: ''ইউক্রেনের মেয়েরা তো আছে ওখানে! তা হলে আর ভাবনা কীসের? যা ইচ্ছে করো, আমায় বলার দরকার নেই। শুধু প্রোটেকশন নিতে ভুলো না,'' লাজুক হাসিতে উচ্ছল ওপারের মহিলা কণ্ঠ। ''সত্যি বলছ? তার মানে অনুমতি দিচ্ছ!''- উত্তেজিত পুরুষকণ্ঠ যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। হ্যাঁ, মাত্র তিরিশ সেকেন্ডের একটা ফোনকল। এক রুশ দম্পতির ফোনালাপ- একেবারেই ব্যক্তিগত। কিন্তু তা নিয়েই ফের কাঠগড়ায় গোটা রাশিয়া। ওই ফোন কল ইন্টারসেপ্ট এবং তা ফাঁস করে দিয়ে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের দাবি, ইউক্রেনীয় মেয়েদের এ ভাবেই ধর্ষণে লাগাতার উৎসাহ জোগাচ্ছে রুশ ফৌজিদের স্ত্রীরা। রেকর্ডিংয়ের বিস্তারিত বিবরণ দিয়ে তাদের অভিযোগ, ''হানাদার রুশ সেনার নৈতিক মূল্যবোধের কথা ছেড়েই দিলাম, রাশিয়ায় ওদের পরিবারের লোকেরাও চাইছে যুদ্ধ চলুক।'' কিন্তু যুদ্ধ () কই? এ তো রীতিমতো ধর্ষণের উদ্‌যাপন! ওই ফোনকল প্রকাশ্যে আসা মাত্র নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। কিইভ দখলে ব্যর্থ রুশ ফৌজ এখন ধর্ষণকেই হাতিয়ার করছে বলে মঙ্গলবারই রাষ্ট্রপুঞ্জের মঞ্চে সরব হয়েছিল লা স্ত্রাদা-ইউক্রেন নামে কিইভের এক মানবাধিকার সংগঠন। ইউক্রেনের (Ukraine) দাবি, রুশ সেনার 'নজর' এড়াতে দেশের বহু মেয়েই ছেলেদের মতো করে চুল ছাঁটছে। অভিযোগ, বাচ্চা মেয়েদেরও রেয়াত করছে না রুশ সেনা। ধর্ষণ-খুনের আগে ছেঁকা দিয়ে শরীরে 'নয়া নাৎসি' ছাপ দেওয়া থেকে শুরু করে, ২৫ জন কিশোরী-তরুণীকে ২৫ দিন বেসমেন্টে আটকে রেখে টানা ধর্ষণের মতো টুকরো ছবি উঠে আসছিলই। এ দিন আগুনে ঘি পড়ল ওই ফোনকল প্রকাশ্যে আসায়। প্রথমে 'যা ইচ্ছে করো'। তার পরেই জলবৎ ব্যাখ্যা দিল ওপারের মহিলা কণ্ঠ- 'আরে হ্যাঁ, হ্যাঁ, ইউক্রেনের মেয়েদের ধর্ষণের কথাই বলছি। শুধু আমায় কিছু বলার দরকার নেই, বুঝেছ!' সঙ্গে একটা লাজুক হাসি। ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের দাবি, স্ত্রীর কাছ থেকে এমন 'লাইসেন্স' পেয়ে প্রথমে যেন প্রত্যয় হয়নি ওই রুশ ফৌজির। পরে তা যাচাই করে নিয়েই উল্লাসে ফেটে পড়ে পুরুষকণ্ঠ! ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এদিন লিথুয়ানিয়ার পার্লামেন্টে দাবি করেন, ইতিমধ্যেই কয়েকশো মেয়েকে ধর্ষণ করেছে রাশিয়ার সেনা। বাচ্চা মেয়েদের উপরও নৃশংস অত্যাচার চালাচ্ছে তারা। এর কয়েক ঘণ্টার মধ্যেই ওই ইন্টারসেপ্টেড ফোনকল ফাঁস করল সিকিউরিটি সার্ভিস। সরাসরি এ নিয়ে মুখ না-খুললেও, স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে ক্রেমলিন। কয়েক দিন আগেই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। অভিযোগ, ইউক্রেনের এক নাবালিকার সঙ্গে বলপূর্বক যৌনতার ভিডিয়ো তুলে নিজেই তা ছড়িয়ে দিয়েছিল মস্কোর এক সেনা। বুচা, খারকিভ, মারিউপোলের মতো শহরে গণহত্যার পাশাপাশি রুশ ফৌজের এই লাগাতার ধর্ষণ নিয়েও সব আন্তর্জাতিক মঞ্চে সরব হওয়ার বার্তা দিয়েছে কিইভ।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/dgb2KvM

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads