আজ সাতপাকে বাঁধা পড়বেন রণবীর-আলিয়া https://ift.tt/m4jNIui - MAS News bengali

আজ সাতপাকে বাঁধা পড়বেন রণবীর-আলিয়া https://ift.tt/m4jNIui

() আর আলিয়া ভাটের () চার হাত এক হবে আজ। দুই তারকার বিয়ের (Ranbir-Alia Wedding) চর্চা নিয়ে বলিউড (Bollywood) সরগরম ছিল গত এক সপ্তাহ ধরেই। এরই মাঝে মঙ্গলবার রটে যায়, বিয়ে নাকি পিছিয়ে যেতে পারে ক'দিনের জন্য। কিন্তু তেমনটা হয়নি। বুধবার সকালেই দেখা যায়, তাঁদের বাসস্থান 'বাস্তু'-তে এসে পৌঁছচ্ছেন পরিবারের সদস্যরা। নীতু কাপুর (Neetu kapoor), ঋদ্ধিমা কাপুরকে যেমন সেজেগুজে আসতে দেখা যায়, তেমনই চলে আসেন করিশ্মা কাপুর (Karishma Kapoor) আর করিনা কাপুর (Kareena Kapoor)। কাপুর পরিবারের বিভিন্ন সদস্যদের মুখে হাসি লেগে ছিল। রণবীর-আলিয়ার প্রিয় বন্ধু অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) বুধবার সকালেই 'ব্রহ্মাস্ত্র' () ছবির একটি ঝলক দেন সোশ্যাল মিডিয়ায়। এ ভাবেই তিনি বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন দু'জনকে। করণ জোহর (Karan Johar), যাঁর হাত ধরেই বলিউডে প্রবেশ ঘটেছিল আলিয়ার, তিনিও শুভেচ্ছা জানান। হলুদ শেরওয়ানিতে সেজে পৌঁছে যান মেহেন্দির অনুষ্ঠানে। দুপুর একটা নাগাদ মেহেন্দির মূল অনুষ্ঠান শুরু হয়। সেই অনুষ্ঠানের শেষে আলিয়ার বাবা মহেশ ভাট আর দিদি পূজা ভাট বেরিয়ে আসেন 'বাস্তু' থেকে। পূজার হাতে ছিল মেহেন্দি। তিনিই বুঝিয়ে দেন, বোনের মেহেন্দির অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। মেহেন্দির অনুষ্ঠানের আগে গণেশের আরাধনা করা হয়। যা খবর, আজ বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত থাকছেন করণ জোহর, সঞ্জয় লীলা বনশালী, জোয়া আখতার, ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা, বরুণ ধাওয়ান, অয়ন মুখোপাধ্যায়, অর্জুন কাপুর (Arjun Kapoor) থেকে মণীশ মালহোত্র (Manish Malhotra)। ভাট পরিবারের সদস্যদের সঙ্গে কাপুর পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। মেকআপ-আর্টিস্ট মিকি কনট্রাক্টর থাকছেন বর-বউকে সাজানোর দায়িত্বে। প্রসঙ্গত রণবীর কাপুর (Ranbir Kapoor) যে শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসলেন, এটাই তাক লাগিয়ে দেওয়া ব্যাপার। দীপিকা পাড়ুকোন (থেকে ক্যাটরিনা কাইফ, এমন কোনও প্রাক্তনের সঙ্গেই তাঁর সম্পর্ক বিয়ে অবধি গড়ায়নি। সে কারণেই রণবীর-আলিয়ার সম্পর্ক বিয়ে (Ranbir-Alia Wedding) অবধি গড়াবে কিনা, তা নিয়ে সংশয় ছিল। কিন্তু আলিয়া এই সম্পর্ক নিয়ে প্রথম থেকেই ছিলেন আত্মবিশ্বাসের তুঙ্গে। 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'-র প্রচারে কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন নায়িকা। তখন বিয়ে প্রসঙ্গে জিজ্ঞেস করায়, তাঁর উত্তর ছিল, ''বিয়েটা কবে হবে, সেটা নিজেও জানিনা। যে দিন হবে, আপনারাও জেনে যাবেন আমারই মতো। হয়তো হঠাৎ করে ঠিক হবে। শুধু এটা জানি, অন্তর থেকে ভালোবেসে বিয়েটা করতে চাই''। কাপুর পরিবারের বউ হয়ে রণবীরের পাশে আলিয়াকে () কেমন দেখাবে আজ, তার দিকে নজর থাকবে। -- অন্য সময়


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/MIVbdJE
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads