NATO-র হাত শক্তিশালী করতে ইউরোপে সেনা পাঠাচ্ছে আমেরিকা https://ift.tt/SxzVGi1 - MAS News bengali

NATO-র হাত শক্তিশালী করতে ইউরোপে সেনা পাঠাচ্ছে আমেরিকা https://ift.tt/SxzVGi1

এই সময় ডিজিটাল ডেস্ক: Europe-এ আরও সেনা পাঠাচ্ছে আমেরিকা। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের কথা ভেবেই NATO-র হাত শক্তিশালী করতে ইউরোপের সীমান্তবর্তী দেশগুলিতে আরও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পোল্যান্ড, রোমামিয়া, জার্মানি ও গ্রিসে আরও ৫০০-র বেশি সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে। তবে ইউক্রেনে সেনা পাঠাবে না বলে স্পষ্ট জানিয়েছেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে জন কিরবি জানান, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে মার্কিন সেনা পাঠানো হবে না। তবে ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ইউরোপীয় দেশগুলিকে সাহায্য করতে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। NATO-কে শক্তিশালী করতে পোল্যান্ড, রোমামিয়া, জার্মানি ও গ্রিসে নতুন করে আরও ৫০০-র বেশি মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে। কিরবি জানিয়েছেন, এবারে নতুন করে যে সেনা মোতায়েন করা হচ্ছে তার মধ্যে ওয়াশিংটনের এয়ারফোর্স বেস থেকে KC-১৩৫ যুদ্ধবিমান সহ ১৫০ জন সেনা গ্রিসে পাঠানো হচ্ছে। এছাড়া জর্জিয়ার ফোর্ট স্টিওয়ার্ট থেকে বায়ুসেনাকে সাহায্য করার জন্য ৪০ জন সেনা পোল্যান্ড ও রোমানিয়ায় পাঠানো হচ্ছে। আবার অত্যাধুনিক অস্ত্র তৈরির কেন্দ্র উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্রাগ এবং সহায়তা সংস্থা ফোর্ট স্টিওয়ার্ট থেকে অত্যাধুনিক অস্ত্র সহ ৩০০ মার্কিন সেনা জার্মানিতে পাঠানো হচ্ছে। রাশিয়া-ইউক্রেনের রক্তক্ষয়ী টানা যুদ্ধ চললেও রাশিয়া পুরো দেশ নিয়ন্ত্রণ করতে পারবে না বলে দাবি জন কিরবির। তিনি জানান, খারকিভের বাইরে থেকেই রাশিয়া লড়াই চালিয়ে যাচ্ছে এবং এখনও উত্তরের শহর চেরনিহিভের মধ্যেই হামলা চালাচ্ছে। কেবল ইউক্রেনের কয়েকটি ছোট শহর দখল করতে পেরেছে রাশিয়া। অন্যদিকে, ইউক্রেনের সাহসিকতার প্রশংসা করে পেন্টাগনের প্রেস সচিব বলেন, “রাশিয়া উত্তর দিক থেকেই বাধা পাচ্ছে।” এপ্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কিকে ‘সাহসী’ এবং ‘বড় নেতা’ বলেও উল্লেখ করেছেন তিনি। যুদ্ধ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে রাশিয়া অন্যান্য দেশ, বিশেষত সিরিয়া থেকে সেনার সাহায্য নিতে পারে বলেও মনে করছেন কিরবি। তিনি বলেন, “ইউক্রেনের অভ্যন্তরে উত্তরে দেড় লক্ষের বেশি সেনা মোতায়েন রয়েছে। ফলে কেবল উত্তরের বাধা প্রতিহত করতে এই যুদ্ধের জন্য পুতিন বিদেশি সেনা নিয়োগের প্রয়োজন অনুভব করবেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ এই যুদ্ধে সর্বোতভাবে ইউক্রেনকে সাহায্য করার চেষ্টা করবে এবং ইউক্রেন যে অস্ত্রসামগ্রী ব্যবহার করছে, সেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো বলে জানিয়েছেন জন কিরবি।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/uSKIf3E
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads