যুদ্ধরত রুশ সেনাদের মা, স্ত্রী, গার্লফ্রেন্ডদের উদ্দেশে বিশেষ বার্তা পুতিনের https://ift.tt/n68GIi5 - MAS News bengali

যুদ্ধরত রুশ সেনাদের মা, স্ত্রী, গার্লফ্রেন্ডদের উদ্দেশে বিশেষ বার্তা পুতিনের https://ift.tt/n68GIi5

এই সময় ডিজিটাল ডেস্ক: Russia ukraine War-এর দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। এই মুহূর্তে ইউক্রেন দখলে লড়াই করছেন বহু রুশ সেনা। এবার আন্তর্জাতিক নারী দিবসের ঠিক আগে রাশিয়ার যুদ্ধরত সেনাদের মা, বোন, স্ত্রী এবং গার্লফ্রেন্ডদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঠিক কী বলেছেন পুতিন?সোমবার রুশ প্রেসিডেন্ট বলেন, " সে সমস্ত রুশ সেনার মা, বোন, স্ত্রী এবং গার্লফ্রেন্ডদের উদ্দেশে এই বার্তা যাঁরা এই মুহূর্তে দেশকে বাঁচানোর জন্য মিলিটারি অপারেশনে অংশ নিয়েছেন...আমি বুঝতে পারছি আপনারা আপনাদের ভালোবাসার মানুষদের নিয়ে উদ্বিগ্ন। এই মুহূর্তে গোটা দেশ তাঁদের জন্য গর্ব অনুভব করছে। আপনাদেরও তাঁদের উপর গর্ব অনুভব করা উচিত। আপনারা তাঁদের জন্য উদ্বিগ্ন। এই সেনা অভিযানে অংশ নেওয়া সৈন্যরা জোর করে কোনও শত্রুতায় অংশ নেবে না।" একই সঙ্গে যুদ্ধরত রুশ সেনার পরিবারদের আশ্বস্ত করে পুতিন আরও বলেন, "যে সমস্ত সেনারা ইউক্রেন অভিযানে অংশ নিয়েছেন তাঁরা সকলেই প্রশিক্ষণ প্রাপ্ত। রাশিয়ার বাসিন্দাদের সুরক্ষিত রাখার জন্য এবং দেশের রক্ষার ক্ষেত্রে আমি তাঁদের ভরসা করি। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযানের কথা ঘোষণা করেন পুতিন। এরপর থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধ শুরুর পর এই প্রথম যুদ্ধরত সেনাদের পরিবারের উদ্দেশে কোনও বার্তা দিলেন পুতিন। স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গতকালই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রুশ প্রেসিডেন্টের সঙ্গে ৫০ মিনিট ফোনে কথা বলেছিলেন তিনি, জানা গিয়েছে এমনটাই। ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে রাশিয়ার তরফে যে যুদ্ধ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাধুবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনকে কথা বলার পরামর্শ দিয়েছেন তিনি জানা গিয়েছে এমনটাই। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়েও এই দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কির সঙ্গেও দীর্ঘক্ষণ ফোনে কথা বললেন নরেন্দ্র মোদী। দুই যুদ্ধরত দেশের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছেন মোদী? উঠছে এই প্রশ্ন। দুনিয়ার আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/y954LQs
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads