ভালো হয়নি বাংলা পরীক্ষা, আত্মঘাতী বীরভূমের মাধ্যমিক পরীক্ষার্থী! https://ift.tt/lmr7VwA - MAS News bengali

ভালো হয়নি বাংলা পরীক্ষা, আত্মঘাতী বীরভূমের মাধ্যমিক পরীক্ষার্থী! https://ift.tt/lmr7VwA

এই সময় ডিজিটাল ডেস্ক: Madhyamik Examination-র শুরুতেই আত্মঘাতী এক পরীক্ষার্থী। বাংলা পরীক্ষা ভালো হয়নি। সেজন্য পরীক্ষা দিয়ে আসার পর থেকেই অবসন্ন ছিল বীরভূমের মহিমা খাতুন। তারপর মঙ্গলবার সকালে ঘর থেকে উদ্ধার হল মহিমার ঝুলন্ত দেহ। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত পরীক্ষার্থীর নাম (১৬)। বীরভূমের পাইকর থানার উত্তর রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মহিমা সোমবার রাতে নিজের ঘরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। বাংলা পরীক্ষা খারাপ হওয়ার জন্যই সে আত্মঘাতী হয়েছে বলে পরিবারের দাবি। গোটা ঘটনা খতিয়ে দেখছে পাইকর থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবারের মাধ্যমিক পরীক্ষার্থী মহিমা খাতুন বীরভূম সংলগ্ন মূর্শিদাবাদ নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান মহিমা বেশ কষ্ট করেই পড়াশোনা করত এবং গত কয়েকদিন ধরে পরীক্ষার জন্য জোরকদমে প্রস্তুতি নিয়েছিল। সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয় এবং প্রথমদিন বাংলা পরীক্ষা ছিল। মহিমার পরীক্ষাকেন্দ্র পড়েছিল হারুয়া উচ্চ বিদ্যালয়ে। মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতি নিলেও মহিমার প্রথমদিনের পরীক্ষা অর্থাৎ বাংলা পরীক্ষা ভাল হয়নি। পরীক্ষা দিয়ে আসার পরই সেকথা পরিবারের সকলকে জানিয়েছিল মহিমা। পরিবারের সদস্যরা অবশ্য সেটা নিয়ে মহিমাকে বিশেষ কিছু বলেননি। বরং বাকি পরীক্ষাগুলি ভালো করে দেওয়ার পরামর্শ দেন। এরপর অন্যান্য দিনের মতো মহিমা সোমবার রাতে খাওয়া-দাওয়া সেড়ে নিজের ঘরে পড়তে যায়। অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করার অভ্যাস ছিল মহিমার। তাই সে রাতে ঘরে একাকী পড়াশোনা করত। সেজন্য সোমবার রাতেও মহিমার সঙ্গে কেউ ছিল না। তারপর এদিন সকাল সকাল সাড়ে সাতটা বেজে গেলেও মহিমা ঘরের দরজা না খোলায় বাড়ির লোকেরা ডাকাডাকি শুরু করেন। কিন্তু মহিমার সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তখন তাঁরা প্রতিবেশী কয়েকজনকে সঙ্গে নিয়ে মহিমার ঘরের দরজা ঠেলে ভিতরে ঢোকেন। তারপরই সকলের চক্ষু চড়কগাছ! ঘরের সিলিং থেকে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে মহিমার দেহ। এরপর পরিবার ও প্রতিবেশীরাই তড়িঘড়ি মহিমার ঝুলন্ত দেহ নামিয়ে পাইকর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। ওই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা মহিমাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাইকর থানার পুলিশ। মহিমার দেহটি ময়নাতদন্ত করার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে যায় পুলিশ। গোটা ঘটনায় মহিমার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/z8kAxwf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads