ছেলের ত্বকের সমস্যা থেকেই Mamaearth-এর ভাবনা! আজ উদ্যোক্তাদের অনুপ্রেরণা গজল https://ift.tt/0e7wYWE - MAS News bengali

ছেলের ত্বকের সমস্যা থেকেই Mamaearth-এর ভাবনা! আজ উদ্যোক্তাদের অনুপ্রেরণা গজল https://ift.tt/0e7wYWE

এই সময় ডিজিটাল ডেস্ক: বর্তমানে ()-এর নাম কম বেশি বহু মানুষ জানেন। সার্ক ট্যাঙ্কের মাধ্যমে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়েছেন। তবে শুধু সার্ক ট্যাঙ্কে দেখে তাঁকে বিচার করা ঠিক হবে না। জীবনের বহু বাধা কাটিয়ে তিনি আজ সফল উদ্যোগপতি। তাঁর গল্প অনুপ্ররণা দেয় হাজার হাজার মহিলা উদ্যোক্তাকে। কী, কী ভাবে শুরু? Mamaearth হল ই-কমার্স খুচরো বিক্রেতা। যা শিশু স্বাস্থ্য, ত্বক এবং চুলের যত্নের নানা দ্রব্য বিক্রি করে। স্বামী বরুণ আলাঘের সঙ্গে মাত্র পাঁচ বছর আগে 2016 সালে Mamaearth-এর প্রতিষ্ঠা করেন Ghazal Alagh। তাঁর ছেলের ছোটবেলায় ত্বকের সমস্যা ছিল। মূলতঃ ছেলের জন্য প্রোডাক্ট কিনতে গিয়ে আলাঘ বুঝতে পারেন কেমিক্যাল ছাড়া প্রোডাক্টের মার্কেটে অত্যন্ত অভাব রয়েছে। তখন থেকেই মাথায় চেপে বসে Mamaearth-এর ভাবনা। এই দম্পতি এমন একটি কোম্পানি বানাতে চেয়েছিলেন, যেটি বিষাক্ত কেমিক্যালহীন দ্রব্য শিশুদের জন্য তৈরি করবে। 2021 সালে, কোম্পানিটি 1 বিলিয়ন ডলারে পৌঁছায় ও ইউনিকর্ন ক্লাবে নাম লেখায়। গজলের জন্ম হয় 1988 সালে হরিয়ানার গুরগাঁওতে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক ডিগ্রি রয়েছে গজলের। এছাড়াও, নিউ ইয়র্ক একাডেমি অফ আর্টস থেকে ফাইন আর্টসে স্নাতক ডিগ্রি পেয়েছেন তিনি। 2008 সালে গজল NIIT লিমিটেডে কর্পোরেট ট্রেনার হিসেবে কাজ করতেন। সেখানে 2 বছর চাকরি করেছিলেন তিনি। অর্থাৎ নিজের জীবন চাকরি দিয়েই শুরু করেছিলেন গজল। পরে dietexpert.in নামে প্রথম স্টার্ট-আপ শুরু করেন তিনি। তবে এই স্টার্ট-আপটি সফল হয়নি। এরপর, তিনি Being Artsy নামে আরেকটি স্টার্ট-আপ শুরু করেন, সেখানেও বিরাট সাফল্যকে ছুঁতে পারেননি। অবশেষে ছেলের ত্বকের জন্য প্রোডাক্ট খুঁজতে গিয়েই Mamaearth-এর জন্ম হয়। কোম্পানি শুরু করার পর তাঁর স্বামী কর্পোরেট সেক্টরের চাকরি থেকে ইস্তফাও দেন। Mamaearth যখন Mamaearth-এর শুরু হয়, তখন এতে পুরো টাকা পয়সা লাগিয়ে দিয়েছিলেন দম্পতি। কিছু বিনিয়োগকারীরাও বিনিয়োগ করেন। মোট 90 লাখ টাকা বিনিয়োগ হয়। গজলের লক্ষ্য ছিল, এমন প্রোডাক্ট তৈরি করা যা প্রাকৃতিক উপাদান থেকে তৈরি। কোম্পানি বাজারে নেমেছিল মাত্র 6টি প্রোডাক্ট নিয়ে। লোশন, ক্রিম, শ্যাম্পু, বডি ওয়াশ, তেল এবং ডায়াপার। আজ, Mamaearth 100 টিরও বেশি পণ্য বিক্রি করে। পাঁচ বছরের মধ্যে, Mamaearth দেশের FMCG সেক্টরে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। এখন পর্যন্ত Mamaearth 500 টিরও বেশি শহরে প্রায় 5 মিলিয়ন গ্রাহকদের পরিষেবা দিয়েছে। কোম্পানিতে বর্তমানে প্রায় 400 লোক চাকরি করছেন। Ghazal Alagh-এর অন্য পরিচয় একজন সফল উদ্যোক্তা এবং মা হওয়ার পাশাপাশি, দেশের শীর্ষ 10 জন মহিলা শিল্পীর মধ্যেও নাম রয়েছে গজলের। তিনি জানিয়েছেন, সংখ্যা বা ইউনিকর্ন ক্লাবে প্রবেশ করা তাঁর কাছে যত না গুরুত্বের। তাঁর থেকেও অনেক বেশি গুরুত্বের হল গ্রাহকরা তাঁদের উপর কতটা আস্থা রাখছে তা দেখা। গজলের আবেগ, তাঁর সংগ্রাম ও কঠোর পরিশ্রম সত্যিই অনুপ্রেরণাদায়ক। সাফল্য অর্জনের রাস্তা যে সবসময় কঠিনই হবে, তাই যেন বলে গজলের জীবন। International Women's Day-তে নিঃসন্দেহে গজলও এক অণুপ্রেরণার নাম।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/Bfl61Ip
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads