নির্দল প্রার্থীর ভোটেই অবশেষে বেলডাঙায় পুরবোর্ড গড়ল তৃণমূল https://ift.tt/zOM0j6q - MAS News bengali

নির্দল প্রার্থীর ভোটেই অবশেষে বেলডাঙায় পুরবোর্ড গড়ল তৃণমূল https://ift.tt/zOM0j6q

Murshidabad- এ সংখ্যাগরিষ্ঠতা মেলেনি। তা সত্ত্বেও পুরবোর্ড গঠন করল শাসকদল। নির্দল সমর্থন নিয়েই মঙ্গলবার মুর্শিদাবাদের বেলডাঙায় পুরবোর্ড গঠন করল তৃণমূল।যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দল সমর্থন নিয়ে বোর্ড গঠনের বিরুদ্ধে ছিলেন। কিন্তু অবশেষে পুরবোর্ড নিজেদের হাতে রাখতে নির্দল সমর্থন নিয়েই বেলডাঙায় পুরবোর্ড গঠন করল তৃণমূল। এদিন গোপন ব্যালটে ভোটাভুটিতেই বোর্ড গঠন করা হয়। প্রথমে সমর্থনকারী নির্দল প্রার্থীর নাম গোপন রাখা হয়েছিল। পরে ৯ নম্বর ওয়ার্ডের বিজয়ী নির্দল কাউন্সিলারের সমর্থন নিয়ে তৃণমূলের পুরবোর্ড গঠন করার কথা প্রকাশ্যে আসে। পুরবোর্ড গঠনের পর পুরসভার চেয়ারম্যান হন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায়। গোপন ব্যালটে ৮-৬ ভোটে প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী ভরত ঝাওরকে পরাজিত করেছেন তিনি। তবে চেয়ারম্যান চূড়ান্ত হলেও ভাইস চেয়ারম্যানের নাম এখনও ঘোষণা করা হয়নি। কে ভাইস-চেয়ারম্যান হবেন, সে ব্যাপারে এদিনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি শাসকদল। তবে নির্দল কাউন্সিলারকে ভাইস-চেয়ারম্যান করা হতে পারে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, রাজ্যের অন্যান্য পুরসভার মতো গত ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলার সাতটি পুরসভায় নির্বাচন হয়। ফল ঘোষণা হয় ২ মার্চ। ছয়টি পুরসভায় তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেলেও বেলডাঙা পুরসভায় ত্রিশঙ্কু হয়। ১৪ আসনের বেলডাঙা পুরসভায় সাত আসনে জয়ী হয় তৃণমূল। বাকি চারটি আসনে নির্দল ও দুটি আসনে BJP জয়ী হয়েছিল। চার নির্দলের তিনজন মই চিহ্নে ও ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী চেয়ার চিহ্নে জয়ী হন। যদিও চার নির্দল প্রার্থী আগে তৃণমূলে ছিলেন। নির্বাচনের আগে তাঁদের দল থেকে বহিষ্কার করেছিল জেলা তৃণমূল নেতৃত্ব। এদিকে, তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দলের সমর্থন নিয়ে বোর্ড গঠনের একেবারে বিপক্ষে ছিলেন। ফলে কারা বেলডাঙা পুরসভায় বোর্ড গঠন করবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত বোর্ড দখলে রাখতে দল থেকে বহিষ্কৃত সেই নির্দল প্রার্থীরই হাত ধরতে হল ঘাস-ফুল শিবিরকে। যে নির্দল প্রার্থী পুরবোর্ড গঠনে তৃণমূলকে সমর্থন করেছেন, তিনি আপাতভাবে নির্বাচনের আগে দল থেকে বহিষ্কৃত হলেও আদতে শাসকদলের ছত্রচ্ছায়ায় ছিলেন বলেই BJP-র দাবি। যদিও তিনি নিজে এই বিষয়ে মুখ খোলেনি। তৃণমূলের তরফেও এব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এবার ভাইস-চেয়ারম্যান পদটি ওই নির্দল প্রার্থীর দখলে যায় কিনা, সেটাই দেখার।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/PSZ13xi
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads