থমথমে গোটা এলাকা, রাতেই বগটুইয়ে সমাধিস্থ করা হল ৮টি দেহ https://ift.tt/SMDPNQC - MAS News bengali

থমথমে গোটা এলাকা, রাতেই বগটুইয়ে সমাধিস্থ করা হল ৮টি দেহ https://ift.tt/SMDPNQC

Rampurhat-এর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য পড়েছে গোটা রাজ্যে। মঙ্গলবার রাতেও থমথমে পরিস্থিতি গোটা গ্রামে। কড়া পুলিশি নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে গোটা এলাকাটি। সূত্রের খবর, এদিন রাতেই এই ঘটনায় মৃত আট জনকে সমাধিস্থ করা হয়। জানা গিয়েছে, কড়া পুলিশি প্রহরায় তাঁদের সমাধিস্থ করার কাজ সম্পন্ন হয়। সোমবার রামপুরহাটের বগটুইগ্রামে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয় স্থানীয় তৃণমূল নেতা তথা রামপুরহাট-১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখের। এরপরেই এলাকার ১০টি বাড়িতে আগুন লাগে। বিরোধীদের অভিযোগ, ভাদু শেখের মৃত্যুর বদলা নিতেই এই অগ্নিসংযোগ করা হয়েছে। এই যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল। ঘটনায় এখনো পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মঙ্গলবার ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট এলাকায় যায়। তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, বিধায়ক আশিস বন্দোপাধ্যায় সহ এদিন রামপুরহাটে সাংবাদিক বৈঠক করেন। ফিরহাদ হাকিম বলেন, "আমাদের উপ-প্রধানকে খুন করা হল। তারপর তাঁর পাড়াতেই উলটোদিকের বাড়িতে অগ্নিসংযোগ করা হল। এটা কি খেলা হচ্ছে! আমাদের দল, আমাদের সরকার, বাংলার সরকারকে বদনাম করার জন্য বিরোধীরা চক্রান্ত করছে।” এই অগ্নিকাণ্ডের ঘটনার অনুব্রত মণ্ডল বলেন, ''আমি সকালে খবর পেয়েছি। একটি বাড়িতেই সাতজনের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত করে দেখুক। তিন-চারটি বাড়িতে আগুন লেগেছিল। সঙ্গে সঙ্গে দমকল গিয়ে আগুন নেভানোর কাজ করে। টিভি ফেটে গিয়ে আগুন লেগেছ। শর্ট সার্কিট থেকেই টিভিতে আগুন ধরে যায়। সেই থেকেই বাড়িটিতে আগুন ধরে যায়। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।'' অন্যদিকে কাণ্ডে ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছে রাজ্য, এমনটাই দাবি করেছেন রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রিপোর্ট তলব করা হয়েছে। শীঘ্রই রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি দল আসতে পারে বলেও দাবি করেছেন BJP নেতা সুকান্ত মজুমদার। রামপুরহাটের ঘটনার প্রেক্ষিতে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন জগদীপ ধনখড়। যদিও তাঁর মন্তব্যের পালটা জগদীপ ধনখড়কে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। "আপনি যে ধরনের মন্তব্য করেছেন তা বাঞ্ছনীয় নয়", চিঠিতে এমনটাই উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/GIOhA1c
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads