অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়ের স্বপ্ন চন্দননগরের পিয়ালীর https://ift.tt/IUEa1Ae - MAS News bengali

অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়ের স্বপ্ন চন্দননগরের পিয়ালীর https://ift.tt/IUEa1Ae

Mount Everestছোটবেলায় স্কুলের বইয়ে এভারেস্ট অভিযান পড়ে পাহাড়ের প্রতি টান অনুভব করেছিল মেয়েটা। তেনজিং নোরগে-রা যেভাবে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় উঠেছিলেন, সেই কাহিনী রোমাঞ্চিত করেছিল তাকে। এরপর মা, বাবার হাত ধরে ছয় বছর বয়স থেকেই ট্রেকিং শুরু। তখন থেকেই পাহাড়ে ওঠার নেশা পেয়ে বসে ওই বালিকার। এবার কৃত্রিম অক্সিজেন ছাড়া এভারেস্ট অভিযান করবেন চন্দননগরের ‘গর্ব’ পিয়ালি বসাক। ২০০০ সালের ১ আগস্ট অমরনাথ অভিযানে গিয়ে জঙ্গি হামলা খুব কাছ থেকে দেখেছিলেন পিয়ালি। কেদারনাথে গিয়ে মেঘভাঙা বৃষ্টি, তুষারধস থেকে জীবন হাতে করে শুধু বেঁচে ফেরা নয়, প্রায় ১০০ জন তীর্থযাত্রীকে বাঁচানোর অভিজ্ঞতা পাহাড়ের সঙ্গে তাঁর সম্পর্ক আরও নিবিড় করেছে। তারপর গতবছর পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেন কৃত্রিম অক্সিজেন ছাড়া। যে চূড়ায় উঠতে গিয়ে অনেক পর্বতারোহীর মৃত্যু হয়েছে, সেই ধৌলাগিরি দেশের মধ্যে প্রথম মহিলা হিসাবে জয় করেন পিয়ালি। এর আগে অবশ্য ২০১৮ সালে অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেছিলেন মার্শাল আর্টে ব্ল্যাকবেল্ট দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, আইস স্কেটিংয়ে রাজ্যের প্রথম মহিলা খেলোয়াড় পিয়ালি। এবার অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ের পথে পা বাড়িয়েছেন। আগামী ২৮ মার্চ থেকে এভারেস্টের পথে রওনা দেবেন তিনি। ২০১৯ সালেও এই পথে রওনা দিয়েছিলেন পিয়ালি। কিন্তু সেবার ৮,৪৩০ মিটার পর্যন্ত উঠে ফিরতে হয়েছিল। তবে এবার লক্ষ্য পূরণে আশাবাদী চন্দননগরের এই পর্বতারোহী। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অভাব। গণিত নিয়ে উচ্চশিক্ষা করা পিয়ালি চন্দননগরের কানাইলাল প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তাঁর বাবা তপন বসাক অসুস্থ। ফলে ঘর সামলে পাহাড়ে চড়তে গিয়ে ব্যাঙ্কে লাখ লাখ টাকা ঋণ হয়েছে পিয়ালির। এবার এভারেস্ট অভিযানের সময় এগিয়ে এলেও খরচ এখনও জোগাড় হয়নি। তবে চন্দননগরের বাসিন্দা, পরিবেশবিদ বিশ্বজিৎ মুখার্জী পিয়ালির পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “এই ধন্যি মেয়ে পিয়ালির পরের গন্তব্য '' এবং সেটা কৃত্রিম অক্সিজেন ছাড়াই। কিন্তু টাকার অভাব। এশিয়ার প্রথম কোনও অসামরিক নারী কৃত্রিম অক্সিজেন ছাড়া এই সব উচ্চতম সব শৃঙ্গ জয় করছে, একের পর এক। অথচ দেশের বড়োলোক সব কর্পোরেট-কর্তাদের ঋণ মুকুব করা হয়, পিয়ালিদেরটা হয় না।” তবে বিশ্বজিৎবাবুদের NGO ‘সবুজের অভিযান’-এর তরফে পিয়ালিকে আর্থিক সহায়তা করা হচ্ছে এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্বজিৎবাবু। অন্যদিকে, এভারেস্ট অভিযানে অর্থ বাধা হবে না বলে আশাবাদী পিয়ালি। তিনি বলেন, “বিভিন্ন সংস্থা থেকে আমাকে অর্থ সাহায্য করা হচ্ছে। এখনও আরও বেশ কিছু অর্থের প্রয়োজন। ক্রীড়ামন্ত্রী, সুজিতদার (দমকল মন্ত্রী) সঙ্গে দেখা করেছি। মুখ্যমন্ত্রীর দরবারে চিঠি পাঠিয়েছি। সরকারিভাবে যদি আর্থিক সহায়তা পাওয়া যায় ভালো হয়।” একইসঙ্গে তিনি বলেন, “খুব ইচ্ছে ছিল, আমার যাত্রাপথের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। আমি অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করতে পারবোই এবং আমার যাত্রাপথে অর্থ কোনও বাধা হবে না।”


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/KIGeOjv
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads