কলকাতার আকাশ মেঘলা, রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস https://ift.tt/WQCKvpO - MAS News bengali

কলকাতার আকাশ মেঘলা, রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস https://ift.tt/WQCKvpO

Kolkata-র আকাশ সকাল থেকেই মেঘলা। দমবন্ধ করা হাঁসফাঁস গরম থেকে কি মিলবে মুক্তি? রাজ্যবাসীর এই আশায় জল ঢালল আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে বাড়বে বইবে কমবে না। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে খবর। সকাল থেকেই কলকাতার মুখ ভার। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস। তিনি বলেন, ''আগামী দু'তিন দিনে কলকাতার তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা। এক থেকে দু'ডিগ্রি পর্যন্ত বাড়বে। এখনও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার জন্য যা যা প্রয়োজনীয় তা তৈরি হচ্ছে না। বঙ্গোপসাগরেও কোনওরকম নিম্নচাপের পরিস্থিতি নেই।'' আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা শহরের তাপমাত্রাও ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে। বাড়বে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৩ শতাংশ। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। মূলত শুষ্কই থাকবে আবহাওয়া। আগামী সপ্তাহে তাপপ্রবাহেরও পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস সেদিকেই ইঙ্গিত করছে। ফলে বসন্তেই যে নাভিঃশ্বাস গরমের সাক্ষী হতে চলেছে বাংলা, তা আর বলার অপেক্ষা রাখে না। চৈত্রের শুরুতেই রেকর্ড গরম কলকাতায়। যদিও পরিসংখ্যান বলছে মার্চের শেষের দিকে কলকাতায় তাপমাত্রা বৃদ্ধির ঘটনা আগেও হয়েছে। একাধিকবার ৪০ ডিগ্রিও ছুঁয়েছে শহরের তাপমাত্রা। কয়েকদিন আগে পর্যন্ত শহর কলকাতায় সকালের দিকে ছিল হালকা শীতের আমেজ। কিন্তু, ভোরের দিকে সেই শীত শীত ভাব কার্যত গায়েব। বাড়ছে গরম। আগামী চার থেকে পাঁচ দিনে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ। এদিকে উত্তরবঙ্গে মূলত পাহাড়ের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দু'তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। এদিকে, হাওয়া অফিস সূত্রে খবর, মূলত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানকারী নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে ব্যর্থ হয়েছে। অশনি সাইক্লোনটি তৈরি হলেও তা কার্যত দুর্বল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আর এই ঘূর্ণিঝড়টি পোর্ট ব্লেয়ার হয়ে মায়ানমারের দিকে চলে গিয়েছে। ফলে এ রাজ্যে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবও কোনও প্রভাব পড়েনি ঘূর্ণিঝড়ের।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/PNYX70n
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads