দেশবাসীর জন্য চিন্তা! মাত্র ২ ঘণ্টা ঘুমোন প্রধানমন্ত্রী মোদী!! https://ift.tt/xDpVdvq - MAS News bengali

দেশবাসীর জন্য চিন্তা! মাত্র ২ ঘণ্টা ঘুমোন প্রধানমন্ত্রী মোদী!! https://ift.tt/xDpVdvq

দিনে মাত্র দু'ঘণ্টা ঘুমোন। দেশের কাছে নিবেদিতপ্রাণ প্রধানমন্ত্রী (Prime Minister) চেষ্টা করছেন কী করে ঘুমের সময় আরও কমিয়ে আনা যায়। যাতে দেশের কাছে আরও নিয়োজিত করতে পারেন নিজেকে। এমনটাই দাবি করলেন মহারাষ্ট্র BJP-র প্রধান চন্দ্রকান্ত পাটিল (Chandra Kanta Patil)। এই দাবি ঘিরে দিনভর চর্চা দেশজুড়ে। আরও পড়ুন: সম্প্রতি কোলহাপুর উত্তর বিধানসভা উপনির্বাচনের আগে দলীয় কর্মীসভায় যোগ দিয়েছিলেন মহারাষ্ট্র BJP-র প্রধান চন্দ্রকান্ত পাটিল। সেখানে কর্মীদের উজ্জীবীত করতে ভোকাল টনিক দেন এই BJP নেতা। টেনে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) লাইফস্টাইল প্রসঙ্গও। চন্দ্রকান্ত পাটিল বলেন, ''২৪ ঘণ্টাই জেগে থাকার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের কাছে ব্রতী প্রধানমন্ত্রী প্রতিদিন মাত্র দু'ঘণ্টা করে ঘুমোন। তবে সেটাও বাদ দেওয়ার চেষ্টা করছেন তিনি। পরীক্ষা করছেন যাতে তাঁকে একেবারেই ঘুমোতে না হয়। ২৪ ঘণ্টাই জেগে থেকে দেশের জন্য কাজ করতে চান প্রধানমন্ত্রী।'' চন্দ্রকান্ত পাটিলের এই মন্তব্য ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) শোরগোল পড়ে যায়। কিন্তু, সত্যিই কি কোনও মানুষের পক্ষে না ঘুমিয়ে কাটানো সম্ভব? ২৪ ঘণ্টা না ঘুমিয়ে থাকা কি শারীরিক ক্ষতি ডেকে আনে না? দেশের প্রধানমন্ত্রীর এই কম ঘুমের রহস্য নিয়ে সাড়া পড়ে গিয়েছে নেটপাড়ায়। সকলেই জানতে চান, কম ঘুমিয়ে কিংবা একেবারে না ঘুমিয়ে কী ভাবে সুস্থ থাকা যায়। এ প্রসঙ্গে চিকিৎসকদের একাংশ অবশ্য জানাচ্ছেন, বয়স বেড়ে গেলে অনেক ক্ষেত্রে ঘুম কমে যায়। কিন্তু, একেবারে ঘুম বাদ দেওয়া স্বাভাবিক নয়। খুব জোর ৪৮ ঘণ্টা কোনও মানুষ টানা জেগে থাকতে পারবেন। বর্তমানের লাইফস্টাইল, পরিবেশ দূষণ এবং কর্মক্ষেত্রে অসম্ভব দৈহিক ও মানসিক চাপের ক্ষেত্রে তিনদিনের দিন ক্লান্তি থেকেই ঘুম এসে যাওয়া স্বাভাবিক। ফিটনেস নিয়ে আগাগোড়াই সচেতন ()। সঠিক সময় ঘুম এবং নিয়মিত যোগাভ্যাস করেন তিনি। ৭১ বছর বয়সে এসেও নিজেকে তরতাজা রেখেছেন নরেন্দ্র মোদী। তাঁর ঘুমের সময় বরাবরই পরিমিত। এর আগে ২০১২ সালে দেশের দায়িত্ব তাঁর কাঁধে আসার আগেও মোদী একটি সংবাদমাধ্যমের ইন্টারভিউতে জানিয়েছিলেন, দিনে ৪-৫ ঘণ্টার বেশি ঘুমোতে নারাজ তিনি।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/B8v9ZrH
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads