ইমরানের শিরে সংক্রান্তি! হঠাৎ 'মিসিং' শাসক দলের ৫০ নেতা!! https://ift.tt/xHjANhX - MAS News bengali

ইমরানের শিরে সংক্রান্তি! হঠাৎ 'মিসিং' শাসক দলের ৫০ নেতা!! https://ift.tt/xHjANhX

এর Prime Minister -এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। আস্থাভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনার পারদ। এই পরিস্থিতিতে পাকিস্তানের শাসক দল Tehreek-E-Insaaf -এর নেতারা কার্যত 'উধাও' হয়ে গিয়েছেন। তাঁরা একেবারেই পর্দার আড়ালে চলে যাওয়ায় অনেকেই কটাক্ষ করে বলছেন যে ইমরানের পতন ঘনিয়ে এসেছে বলেই কি ওই সিদ্ধান্ত? শাসক দলের মোট ৫০ জন নেতা কার্যত গায়েব হয়ে গিয়েছেন বলেই খবর। তাঁদের কোনও জনসভাতেই দেখা যাচ্ছে না। জানা গিয়েছে, মিসিং রাজনীতিকদের তালিকায় ২৫ জন Federal And Provincial Adviser এবং Special Assistant রয়েছেন। চারজন মন্ত্রীও রয়েছেন এই দলে। পাশাপাশি, চারজন উপদেষ্টাও 'গায়েব' হয়ে গিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রীয় স্তরে এখনও নিজের মন্ত্রীদের পাশে পাচ্ছেন ইমরান খান। এখনও তাঁর পাশে রয়েছেন Pakistan -এর Foreign Minister Shah Mehmood Qureshi, Information Minister Fawad Chaudhry, Energy Minister Hammad Azhar, Minister of Defence Pervez Khattak এবং Interior Minister Sheikh Rasheed -রা। তাঁরা রাজনীতিককে সমর্থন করছেন এখনও। এদিকে আগামী ২৮ মার্চ পাকিস্তানের আস্থাভোট রয়েছে। ওইদিনই ইমরানের ভাগ্য পরীক্ষা। বিরোধীরা নিশ্চিত যে ওইদিন ইমরান কুর্সি হারাবেন। সম্প্রতি (PPP) -র নেতা Bilawal Bhutto Zardariবলেন, " এখন প্রাক্তন প্রধানমন্ত্রী। কারণ, বিরোধীরা এককাট্টা হয়ে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। আস্থাভোটে তাঁর পরাজয় নিশ্চিত।" তাঁর সংযোজন, "ইমরান খান শুধুমাত্র রিগিংয়ের মাধ্যমে কী ভাবে ভোটে জেতা যায়, সেটাই জানেন। কিন্তু, এবার আর কোনও Selection হবে না। কেউ আপনার সঙ্গে হাত মেলাতে রাজি নয়। কোনওরকম রিগিংয়ের তো কোনও জায়গা নেই। সাধারণ মানুষেরই উচিত এবার ওঁকে সরিয়ে দেওয়া।" তিনি আরও বলেন, " -এর গণতন্ত্রের আসল পরীক্ষা আস্থাভোটের দিন। আমরা গণতান্ত্রিক উপায়ে এই পরীক্ষা দিতে চাই। কারণ, আমরা বিশ্বাস করি পাকিস্তানের উন্নয়ন জরুরি।" বিলাওয়ালের দাবি, ইমরান ভয় পেয়েছে। তাঁর কথায়, "উনি (Imran Khan) আমাদের ইঁদুর বলে নিজেই হয় গর্তের মধ্যে সিঁধিয়ে যাচ্ছেন বা পালিয়ে বেরাচ্ছেন। ইমরানের ভাষাই বুঝিয়ে দিচ্ছে তিনি পরাজিত হবেন।" দুনিয়ার আরও খবর পেতে । প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/8QbGHeD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads