তালিবানের নতুন ফতোয়া! পার্কে মহিলাদের প্রবেশে জারি বিধিনিষেধ https://ift.tt/Id7KMDH - MAS News bengali

তালিবানের নতুন ফতোয়া! পার্কে মহিলাদের প্রবেশে জারি বিধিনিষেধ https://ift.tt/Id7KMDH

Afghanistan-এ তালিবানের নতুন ফতোয়া। তাদের নয়া ফরমান হল, এবার থেকে আর কোনও পার্ক বা উদ্যানে মহিলারা তাঁদের পুরুষ সঙ্গীদের সঙ্গে ঢুকতে পারবেন না! আপাতত কেবলমাত্র রাজধানী কাবুলেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। এমনকী, পার্কের মধ্যে নারী ও পুরুষের মেলামেশা করতে আজব নিয়ম চালু করছে আফগানিস্তানের বর্তমান তালিব শাসকরা। তারা ঠিক করেছে, সপ্তাহের নির্দিষ্ট তিনটি দিন শহরের পার্ক এবং উদ্যানগুলিতে কেবলমাত্র মহিলারাই ঢুকতে পারবেন! আর বাকি চারদিন পার্ক ও উদ্য়ানের দরজা খোলা থাকবে কেবলমাত্র পুরুষদের জন্য! কোনওভাবে এই নিয়ম অমান্য করা চলবে না। এবং পার্কের ভিতর ঢুকতে গেলে মহিলাদের অবশ্যই হিজাব পরতে হবে। স্বাভাবিকভাবেই এমন আজব ফতোয়ায় ক্ষুব্ধ আফগান মহিলারা। খুশি নন পুরুষরাও। কিন্তু, প্রকাশ্যে এর বিরোধিতা কতটা করা হবে, তা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। কারণ, এখনও বন্দুকের ভাষা ভোলেনি। এখনও সেদেশে বিদেশিদের অপহরণের ঘটনা ঘটছে। সম্প্রতি তালিবানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, ছেলেদের পাশাপাশি মেয়েরাও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাবে। কিন্তু, তারা ছাত্রদের সঙ্গে মেলামেশা করতে পারবে না। কিন্তু, পঠনপাঠন শুরু হতেই মন বদলে যায় তালিব শাসকদের। নতুন নির্দেশিকা জারি করে তারা জানায়, মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হচ্ছে! আর এবার পার্কে ঢোকার ক্ষেত্রেও জারি করা হল নয়া ফরমান! গত বছরের ১৫ ফেব্রুয়ারি পুনর্দখল করে তালিবান। তারপর থেকেই বেহাল দশা সেদেশের আমনাগরিকদের। তালিবানের দাবি ছিল, এবার তারা 'নতুন দেশ' গঠন করবে। ঝেড়ে ফেলা হবে যাবতীয় গোঁড়ামি। কিন্তু, ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই স্বরূপ দেখাতে শুরু করে প্রাক্তন জঙ্গিনেতারা। আফগানিস্তানে নতুন সরকার গঠন করে তারাই সরকারের শীর্ষস্থানীয় সমস্ত পদ দখল করে বসে। এই প্রেক্ষাপটে বহু মানুষই চিরতরে আফগানিস্তান ছেড়ে পালিয়ে যান। অন্য বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নেন তাঁরা। কিন্তু, সকলের সেই সামর্থ নেই। তাঁরা এখনও আফগানিস্তানেই বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন। এর ফলে প্রতি মুহূর্তে নিত্যনতুন তালিবানি ফরমানের মুখে পড়তে হচ্ছে তাঁদের। তাতে অবশ্য শাসকের কোনও হেলদোল নেই। বিশ্বজুড়ে সমালোচনা হলেও তালিবান আছে তালিবানেই। ধর্মীয় গোঁড়ামি আর সন্ত্রাস পাথেয় করেই আফগানিস্তান শাসন করে চলেছে তারা।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/EiRNfUC
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads