বাড়বে অস্বস্তি! চড়ছে তাপমাত্রার পারদ, আপাতত নেই বৃষ্টির সম্ভবনাও https://ift.tt/WklTd59 - MAS News bengali

বাড়বে অস্বস্তি! চড়ছে তাপমাত্রার পারদ, আপাতত নেই বৃষ্টির সম্ভবনাও https://ift.tt/WklTd59

Weather Forecast কার্যত নিরাশ করছে রাজ্যবাসীকে। বৃষ্টির জন্য হাপিত্যেশ করে বসে থাকা রাজ্যের মানুষকে দুঃসংবাদ শোনাচ্ছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন আরও চড়বে । বৃষ্টির চিটেফোটাও সম্ভাবনা নেই রাজ্যে। কলকাতার তাপমাত্রা ৩৬! শহরের তাপমাত্রা কমার কোনও নামই নেই। জানাচ্ছে, আপাতত ৩৫ ডিগ্রির বেশিই থাকবে কলকাতার তাপমাত্রা। শনিবার শহরের তাপামাত্রা পৌঁছবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৪ শতাংশ। ফলে বসন্তেই গরমে নাজেহাল হচ্ছে বঙ্গবাসী তা বলাই বাহুল্য। চৈত্রের শুরুতেই রেকর্ড গরম কলকাতায়। শুক্রবার অর্থাৎ দোলপূর্ণিমায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৪ শতাংশ। পরিসংখ্যান বলছে মার্চের শেষের দিকে কলকাতায় তাপমাত্রা বৃদ্ধির ঘটনা আগেও হয়েছে। একাধিকবার ৪০ ডিগ্রিও ছুঁয়েছে শহরের তাপমাত্রা। কয়েকদিন আগে পর্যন্ত শহর কলকাতায় সকালের দিকে ছিল হালকা শীতের আমেজ। কিন্তু, ভোরের দিকে সেই শীত শীত ভাব কার্যত গায়েব। বাড়ছে গরম। আগামী চার থেকে পাঁচ দিনে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ। দিনের বেলা গরম বাড়বে। জেলাতেও চড়চড়িয়ে বাড়ছে পারদ জেলাাগুলিতে সকাল এবং সন্ধ্যার দিকে শীত শীত ভাব অনুভূত হত কিছুদিন আগে পর্যন্ত। কিন্তু, গায়েব হতে চলেছে এই আমেজও। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। সেখানেও জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কি বঙ্গে? ঘূর্ণিঝড় নিয়েও বড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ বঙ্গোপসাগরের উপর অবস্থিত নিম্নচাপটি শনিবার অর্থাৎ ১৯ মার্চ সরবে পূর্ব উত্তর-পূর্ব দিকে। মূলত উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে সেটি এবং বাংলাদেশ ও উত্তর মায়ানমারের কাছে ২২ মার্চ আছড়ে পড়বে এই ভয়াবহ ঘূর্ণিঝড়। ২১ তারিখ তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না। ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও উত্তর মায়ানমারের দিকে এগোনোয় প্রচুর পরিমাণ জলীয়বাষ্প বাংলার উপকূলের জেলাগুলিতে প্রবেশ করতে পারে বলে জানা যাচ্ছে। মোটের উপর পশ্চিমবঙ্গে সিত্রাংয়ের সরাসরি কোনও প্রভাব পড়বে না। কিন্তু, উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্প প্রবেশ করায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/Se1YQRi
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads