আমাদের সংগঠন একটু নড়বড়ে হয়ে আছে: অগ্নিমিত্রা https://ift.tt/PMQSBya - MAS News bengali

আমাদের সংগঠন একটু নড়বড়ে হয়ে আছে: অগ্নিমিত্রা https://ift.tt/PMQSBya

Asansol লোকসভা কেন্দ্রে সাংসদ পদের জন্য লড়াইয়ে নেমেছেন অগ্নিমিত্রা পল। তাঁর স্বীকারোক্তি, ''BJP-র গংগঠন এখন একটু নড়বড়ে হয়ে আছে।'' এদিকে, লড়াইয়ের ময়দানে নেমেই তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে কটাক্ষ করতে ছাড়লেন না অগ্নিমিত্রা পল। তিনি জানিয়ে দিলেন, আসানসোলের মানুষ কোনও বহিরাগতকে বিশ্বাস করবে না। অগ্নিমিত্রার কথায়, "মি. সিনহা হোক, বা মি. ঘোষ বা মি. চোপড়া যে কেউ আসতে পারেন বাইরে থেকে। তাঁরা সকলেই আসানসোলে স্বাগত কিন্তু ভোটে জেতার (West Bengal By Election) জন্য নয়।" আসানসোল লোকসভা কেন্দ্রে সাংসদ পদের দাবিদার Trinamool Congress-এর প্রার্থী শত্রুঘ্ন সিনহার উদ্দেশ্যে তাঁর মন্তব্য, "তিনি মুম্বইয়ের অভিনেতা হিসেবে আসানসোলে স্বাগত। কিন্তু, বহিরাগত মানুষকে আসানসোলের মানুষ ভোট দেবে না।'' একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, আসানসোলের (Asansol) সাংসদ হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়াটা তাঁর কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। এ জন্য তিনি তাঁর দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। তবে হার-জিত নিয়ে এখনই কোনও সুনিশ্চিত মন্তব্য করতে চাননি তিনি। একইসঙ্গে দলের সাংগঠনিক শক্তি সাম্প্রতিক কালে যে নড়বড়ে হয়ে আছে সেটাও স্বীকার করে নিয়েছেন অগ্নিমিত্রা। আসানসোলে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বর্তমানে আসানসোল (Asansol) দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। BJP-র কাছে প্রেস্টিজ লড়াই এই আসানসোল কেন্দ্র। বাবুল সুপ্রিয়র ছেড়ে যাওয়া জায়গায় তাই অগ্নিমিত্রাকেই ভরসা করেছেন পদ্মশিবিরের নেতারা । এককালের BJP মন্ত্রী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে তাই বিধায়ক হিসেবে ভালো পারফরম্যান্স করা এই দাপুটে নেত্রীকে বেছে নিয়েছেন কেন্দ্রীয় BJP নেতৃত্ব। বাবুল সুপ্রিয় দল বদল করে তৃণমূলে যোগ দিয়ে BJP সাংসদ পদে ইস্তফা দিলেন। সেই ছেড়ে যাওয়া আসনে গেরুয়া শিবিরের জয়ের ধারাকে বজায় রাখতেই তাই বিধায়ক হিসেবে আসানসোলের পরিচিত মুখ, অগ্নিমিত্রাকেই এগিয়ে দিয়েছেন BJP নেতৃত্ব এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ ইতিমধ্যেই জোড়াফুল শিবির বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনে জোড়া চমক দিয়েছে। বাবুল সুপ্রিয়কে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে দাঁড় করায় তৃণমূল। BJP ছেড়ে তৃণমূলে যোগদানকারী বাবুলকে সুব্রত মুখোপাধ্যায়ের আসনে দাঁড় করিয়েছে তৃণমূল। উল্লেখ্য টালিগঞ্জ বিধানসভা আসন থেকে পদ্ম প্রার্থী হিসেবে যে বাবুলকে দেখা গিয়েছিল, সেই বাবুলই এবার বালিগঞ্জে (Ballygunge) তৃণমূল প্রার্থী। অন্যদিকে, বাবুলের কেন্দ্রে প্রার্থী করে রীতিমতো চমক দিয়েছে তৃণমূল। তাঁর নাম ঘোষণা হতেই আসানসোল জুড়ে 'বিহারী বাবু'র নামে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে TMC। আগামী ১২ এপ্রিল রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন। ১৬ তারিখ ফলপ্রকাশ। দুই কেন্দ্রেই জোরদার চলছে প্রচার। তবে শেষ হাসিটা কে হাসবেন তা দেখার জন্য ১৬ এপ্রিল পর্যন্ত অপেক্ষা।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/CwkVnIR
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads