মুখ্যমন্ত্রীর দেওয়া গৌর নিতাই বিগ্রহের প্রতিষ্ঠা মায়াপুর ইসকনে https://ift.tt/FSbme9d - MAS News bengali

মুখ্যমন্ত্রীর দেওয়া গৌর নিতাই বিগ্রহের প্রতিষ্ঠা মায়াপুর ইসকনে https://ift.tt/FSbme9d

West Bengal News মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের () উপহার দেওয়া বিগ্রহের মহা-অভিষেক সম্পন্ন হল মায়াপুর ইসকনে ()। পূর্ব পরিকল্পনা অনুসারেই, শুক্রবার দোলের দিন গৌর নিতাই বিগ্রহের মহা-অভিষেক সম্পন্ন হল। রাজ্যের দুই মন্ত্রীর উপস্থিতিতেই গৌর নিতাই বিগ্রহের মহা-অভিষেক সম্পন্ন হয়। ইসকন সূত্রে খবর, এবছর মন্দির ৫০ বছরে পদার্পণ করল। ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এদিন মহা-অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের মধ্যেই দোল পূর্ণিমার পুণ্য তিথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার দেওয়া গৌর নিতাই বিগ্রহের মহা-অভিষেক সম্পন্ন করা হল। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে না পারলেও হাজির হয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও স্বপন দেবনাথ। তাঁরাও এদিন গৌর নিতাই বিগ্রহকে বিভিন্ন দ্রব্যাদি দিয়ে স্নান করান। দুই মন্ত্রী ছাড়াও গৌর নিতাই বিগ্রহের মহা অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, নবদ্বীপ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ সহ জেলা ও ব্লক নেতৃবৃন্দ। দোল পূর্ণিমা উপলক্ষ্যে এদিন প্রায় এক হাজার কেজি দ্রব্যাদি দিয়ে পৃথক চারটি মঞ্চে গৌর নিতাই বিগ্রহের মহা-অভিষেক করানো হয়। এদিন গৌর নিতাই বিগ্রহের সাড়ম্বরে মহা-অভিষেকের পাশাপাশি ইসকন মন্দিরের প্রধান বিগ্রহ রাধা-কৃষ্ণের পুষ্পাভিষেকও করা হয়। হাজার-হাজার লাল গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া, কেজি-কেজি দোপাটি, রজনীগন্ধা ও কয়েকশো গাঁদা ফুলের মালা দিয়ে রাধা-কৃষ্ণের পুষ্পাভিষেক করা হয়। ইসকন সূত্রে খবর, রাধা-কৃষ্ণের পুষ্পাভিষেক উপলক্ষ্যে এদিন লক্ষাধিক টাকার ফুল আনা হয়েছিল। ফুলের সঙ্গে চন্দন, অলঙ্কার ও সুগন্ধী দিয়ে বিগ্রহকে দেবতাকে সাজানো হয়। এদিন নিত্যপুজোর বৈদিক মন্ত্র, কীর্তন চলে। এদিন ষোড়শ ব্যঞ্জনের রাজভোগও দেওয়া হয় বিগ্রহকে। সম্প্রতি মায়াপুর ইসকন মন্দিরে গৌর নিতাই বিগ্রহ উপহার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ মার্চ, দোল পূর্ণিমার দিন সেই বিগ্রহের মহা-অভিষেক হবে বলে আগেই জানিয়েছিলেন মায়াপুর ইসকনের ডিরেক্টর ব্রজ বিলাস দাস। এই মহা-অভিষেক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের সমস্ত মন্ত্রী সহ সকলকেই মন্দিরে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। যদিও মুখ্যমন্ত্রী এদিন ইসকন মন্দিরে যেতে পারেননি। তবে রাজ্যের দুই মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও স্বপন দেবনাথ সহ জেলা প্রশাসনের নেতৃবৃন্দ মায়াপুর ইসকন মন্দিরে যান। এছাড়া গৌর পূর্ণিমা উৎসব উপলক্ষ্যে এদিন তীর্থ নগরী মায়াপুরে সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছিল।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/ziWCQJu
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads