দিল্লিতে জঙ্গি হানার আশঙ্কা, রাজধানীতে জারি হাই অ্যালার্ট https://ift.tt/vYlZ7wk - MAS News bengali

দিল্লিতে জঙ্গি হানার আশঙ্কা, রাজধানীতে জারি হাই অ্যালার্ট https://ift.tt/vYlZ7wk

Terror Alert রাজধানী Delhi-তে। দিল্লিতে ফের বড়সড় নাশকতার হুমকি (Terror Attack)। পুলিশ সূত্রে খবর, পুরো দিল্লিকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঠানো হয়েছে বেনামী ই-মেল। উত্তরপ্রদেশ পুলিশ এই মেল পাওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। গোটা দিল্লিতে জারি হাই অ্যালার্ট (High Alert)। পুলিশের অনুমান, Tehrik-e-Taliban নামের জঙ্গিগোষ্ঠী হুমকি চিঠিটি পাঠিয়েছে। নয়ডার কিছু সংবাদমাধ্যমের অফিসেও গোটা দিল্লিতে নাশকতার হুমকি দিয়ে একই মেল পাঠানো হয়েছে। হুমকি চিঠি () কোথা থেকে এসেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। শুধু দিল্লিতেই নয়, তার পার্শ্ববর্তী অঞ্চলেও জারি করা হয়েছে সতর্কতা। Holi-এর আগেও গোয়েন্দা সূত্রে রাজধানীতে জারি করা হয়েছিল। গত ১৪ জানুয়ারি রাজধানীর গাজিপুরে একটি ফুলের দোকানের সামনে পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। ব্যাগ থেকে উদ্ধার হয় IED। যুদ্ধকালীন তৎপরতায় নিস্ক্রিয় করা হয় সেটি। গোয়েন্দাদের অনুমান, সবথেকে বেশি ক্ষতির লক্ষ্যে বাজারে ভিড় যে সময় বেশি থাকে সেসময়ই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল পাক সন্ত্রাসবাদী সংগঠন । কিন্তু, পুলিশি তৎপরতায় তা ব্যর্থ হয়। এর আগে শুধু পঞ্জাব নয়, দিল্লি এবং গুজরাট থেকেও বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী লস্কর-ই-তৈবা, দ্য রেজিস্ট্যান্স ফোর্স, জইশ-ই-মোহাম্মদ, হরকাত-উল-মুজাহিদিন এবং হিজবুল-মুজাহিদ্দিন-এর মতো জঙ্গি সংগঠনগুলি এই ছক কষার নেপথ্যে থাকতে পারে। গত কয়েকমাসে পঞ্জাব থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক। পঞ্জাব পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ২০ IED, ৫-৬ কেজি বিস্ফোরক, ১০০টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। দেশের পাঁচ রাজ্যের নির্বাচনের আগে ভারতে ভুরি ভুরি বিস্ফোরক পাঠিয়ে অশান্তি পাকাতে চাইছে পাকিস্তান, গোয়েন্দা সংস্থার দেওয়া রিপোর্টে জানা গিয়েছিল এমনই তথ্য। শুধু অস্ত্র নয়, গোয়েন্দাদের দাবি, মাদক পাচারের পথেই, সেই পাইপ লাইন অর্থাৎ রাস্তা ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে প্রচুর পরিমাণে বিস্ফোরক ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে পাকিস্তানের জঙ্গিরা। সম্প্রতি গাজিপুরের ফুলের বাজার থেকে প্রচুর পরিমাণে আরডিএক্স নিস্ক্রিয় করে পুলিশ। ফের নতুন করে হুমকি চিঠিতে ভাঁজ গোয়েন্দাদের কপালে। দেশের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/TwjNiVp
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads