ফের করোনা কাঁপুনি? একাধিক রাজ্যে ছড়িয়ে পড়েছে ডেল্টাক্রন! https://ift.tt/IJWQuy1 - MAS News bengali

ফের করোনা কাঁপুনি? একাধিক রাজ্যে ছড়িয়ে পড়েছে ডেল্টাক্রন! https://ift.tt/IJWQuy1

Corona-র আতঙ্ক ফিরল দেশে। উদ্বেগ বাড়িয়ে ভারতে হদিশ মিলল (Coronavirus) নয়া এক ভ্যারিয়ান্টের। (Omicron) এবং ডেল্টার (Delta) সংমিশ্রণে তৈরি নতুন প্রজাতির ভাইরাস, () ইতিমধ্যেই ভারতে ঢুকে পড়েছে বলে খবর। একাধিক রাজ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। বর্তমানে দেশের কোভিড গ্রাফ তলানিতে। আর এর জেরে তৈরি হওয়া সাধারণ মানুষের ঢিলেঢালা মনোভাবই কি ডেকে আনল অশনি সংকেত? সমীক্ষা রিপোর্টে চাঞ্চল্য! কোন কোন রাজ্যে ছড়িয়ে পড়েছে (Deltacron)? সম্প্রতি দেশজুড়ে নয়া ভ্যারিয়ান্টের সন্ধানে একটি সার্ভে চালানো হয়। মানি কন্ট্রোলে প্রকাশিত ওই সমীক্ষা রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে, বেশ কিছু রাজ্যে কোভিড রোগীদের জিনোম সিকোয়েন্সিং করা হয়। তার মধ্যে থেকে ৫৬৮টি ডেল্টাক্রনের কেস পাওয়া গিয়েছে। যার মধ্যে রয়েছে সর্বাধিক আক্রান্তের হদিশ মিলেছে কর্নাটকে। ২২১ জনের শরীরে এই র করোনার হদিশ মিলেছে। এই তালিকায় রয়েছে আরও পাঁচ রাজ্য। তার মধ্যে তামিলনাড়ুতে হদিশ মিলেছে ৯০ জন আক্রান্তের। মহারাষ্ট্রে ৬৬ জন, গুজরাটে ৩৩, তেলঙ্গানায় ২৫ এবং দিল্লিতে ২০ জনের দেহে এই ডেল্টাক্রন পাওয়া গিয়েছে। মানি কন্ট্রোলে প্রকাশিত ওই সমীক্ষা রিপোর্টে আরও দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গেও ৩২ জন বাসিন্দা এই প্রজাতির ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কী এই ডেল্টাক্রন? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডেল্টাক্রন আদতে করোনাভাইরাসের একটি সুপার সুপার মিউট্যান্ট। এর বৈজ্ঞানিক নাম BA.1+ B.1.617.2। ডেল্টা এবং ওমিক্রন প্রজাতির মিলিত সংস্করণ হল এই ডেল্টাক্রন। এটিকে করোনার একটি হাইব্রিড প্রজাতি বলে মনে করা হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে প্রথম হদিশ মিলেছিল সাইপ্রাসে। তবে সেই সময় বৈজ্ঞানিকরা অনুমান করেছিলেন, করোনাভাইরাসের প্রজাতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর সময় কোনও ল্যাবেই এই স্ট্রেন তৈরি হয়ে গিয়েছে। কিন্তু, পরবর্তীতে দেখা যায়, এটি আদতে ওমিক্রন এবং ডেল্টার মিলিত অবস্থা। যা মিউটেশনের ফলে তৈরি হয়েছে। কতটা ভয়ংকর ডেল্টাক্রন? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্তমানে মানবশরীরে ডেল্টাক্রনের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে, তা নিয়ে একাধিক পরীক্ষা চলছে। রিপোর্ট অনুযায়ী চলতি বছর ফ্রান্সে এই ভাইরাস দ্রুতগতিতে ছড়াতে শুরু করে। ফলে এখনও পর্যন্ত যতগুলি প্রজাতি তৈরি হয়েছে, তার মধ্যে সর্বোচ্চ গতিতে এই ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়তে পারে বলেই আশঙ্কাপ্রকাশ করেছেন বৈজ্ঞানিকরা।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/X3HRJeL
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads