'দ্য কাশ্মীর ফাইলস'-এর শো চলাকালীন 'জয় শ্রীরাম' স্লোগান, ধুন্ধুমার দুর্গাপুরে https://ift.tt/tX6aDPR - MAS News bengali

'দ্য কাশ্মীর ফাইলস'-এর শো চলাকালীন 'জয় শ্রীরাম' স্লোগান, ধুন্ধুমার দুর্গাপুরে https://ift.tt/tX6aDPR

দেখতে গিয়ে মুহুর্মুহু 'জয় শ্রীরাম' স্লোগান উঠল। আর তার জেরেই উত্তেজনা ছড়াল দুর্গাপুরের একটি মাল্টিপ্লেক্সে। সোমবার প্রায় ৫০০ ও নেতা-কর্মীরা বিবেক অগ্নিহোত্রী পরিচালিত '' সিনেমাটি দেখতে গিয়েছিলেন। সেখানেই 'জয় শ্রীরাম' স্লোগান দেওয়াকে ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। সমর্থকরা লাগাতার স্লোগান দেওয়ায় সিনেমা হলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, BJP ও RSS একটি নির্দিষ্ট জাতিকে লক্ষ্য করে হিন্দুত্ববাদের স্লোগান দিচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা অমিতাভ গঙ্গোপাধ্যায় বলেন, "ঘটনাটি আমার কানে এসেছে । এই ধরনের আচরণকে অবিলম্বে কঠোর হাতে দমন করা উচিত।" অমিতাভ জানিয়েছেন, সিনেমা দেখতে এসে নির্দিষ্ট রাজনৈতিক দলের উগ্র হিন্দুত্ববাদের স্লোগান দেওয়া উচিত হয়নি। তৃণমূল নেতা জানিয়েছেন, অবিলম্বে এই সিনেমা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাবেন তিনি। তাঁর কথায়, "যেভাবে BJP সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করছে, তাতে সিনেমা হলে আগুন লাগলে আশ্চর্য হওয়ার কিছু নেই।" অন্যদিকে, -এর অভিযোগ, আগামী লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে BJP আবার কাশ্মীর এবং হিন্দু-মুসলিম ইস্যুকে তুলে 'হাওয়া গরম' করতে চাইছে। পশ্চিম বর্ধমান জেলার CPIM -এর সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায়ের দাবি, “একটি অসত্য তথ্যের ওপরে দাঁড়িয়ে RSS এই সিনেমাকে বাজারে বিক্রি করছে। RSS এইভাবে সিনেমা দেখানোর ব্যবস্থা করেছে যাতে সারা দেশ জুড়ে একটা বিভাজন গড়ে ওঠে।" তাঁর সংযোজন, "পশ্চিমবঙ্গে BJP-র পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই এখানে সাম্প্রদায়িকতার তাস খেলছে RSS।" কিন্তু, এসব করে কোনও লাভ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি । এদিকে সিনেমা দেখানোর উদ্যোক্তা পারিজাত গঙ্গোপাধ্যায় জানান, এখানে কোনও রাজনৈতিক বিষয় নেই। তিনি একজন সমাজসেবী হিসেবে এই সিনেমা দেখানোর ব্যবস্থা করেছিলেন। The Kashmir Files দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "এই সিনেমা বিশেষ কোনও দল TMC, BJP বা RSS কর্মীদের জন্য নয়। এই সিনেমা সকলের দেখা উচিত।" তাঁর সংযোজন, "যারা দেশে থেকে দেশকে শোষণ করতে চাইবে তাঁদের টিকিট কেটে অন্য দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।" পারিজাত জানিয়েছেন, এদিন 'দ্য কাশ্মীর ফাইলসের' তিনশো টিকিট কিনে বিলি করা হয়েছিল। তবে দেখা যায়, ৫০০ জন দুর্গাপুরবাসী সিনেমা দেখতে চলে এসেছেন। তাঁর দাবি, "যাঁরা সিনেমা দেখতে এসেছেন, তাঁদের মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও ছিলেন। সিনেমা হলে দঁড়িয়ে ও মেঝেতে বসে সবাই সিনেমা দেখেছেন।"


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/SMRKdCx
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads