রামপুরহাটে খুন তৃনমুল উপপ্রধান https://ift.tt/EK9qH87 - MAS News bengali

রামপুরহাটে খুন তৃনমুল উপপ্রধান https://ift.tt/EK9qH87

ফের তৃণমূল নেতাকে খুনের অভিযোগ উঠল রাজ্যে। ঘটনাটি বীরভূমের। অভিযোগ, অনুব্রতর গড়ে বোমা মেরে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা তথা বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। আরও পড়ুন: জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে বগটুই মোড়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তিনি। সে সময় দুটি মোটর বাইকে সওয়ার হয়ে চার দুষ্কৃতী সেখানে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি বোমা ছোড়ে। বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভাদুকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু, শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক ভাদু শেখকে মৃত ঘোষণা করেন। মৃত পঞ্চায়েতের তৃনমুল উপপ্রধানের বাড়ি রামপুরহাট থানা এলাকার বগটুই গ্রামে। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে বগটুই গ্রামে বোমাবাজি শুরু হয় এদিন। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের উপর একাধিক বোমা নিক্ষেপের ঘটনায় এলাকায় বিশাল চাঞ্চল্য ছড়িয়েছে। উপপ্রধানের উপর হামলার ঘটনায় কারা দায়ী, তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের উপপ্রধান হলেও তাঁর নিজের একাধিক ব্যবসা ছিল। স্থানীয়রা জানিয়েছেন, এদিন রাত সাড়ে আটটা নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে বগটুই মোড়ের একটি দোকানে বসেছিলেন তিনি। সেই সময় বাইকে চেপে কয়েকজন দুষ্কৃতী দোকানের কাছে আসে। এরপরই হঠাৎ করেই শুরু হয় বোমাবাজি। আকস্মিক এই ঘটনায় আশপাশের লোকজন ছুটে পালাতে চেষ্টা করলেও ভাদু শেখ পালাতে পারেননি। তাঁকে লক্ষ্য করে একের পর এক বোমা মেরে পালায় দুষ্কৃতীরা। এই ঘটনার পিছনে কাদের হাত রয়েছে সে নিয়ে ইতিমধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক শত্রুতা নাকি ব্যবসায়িক কারণে তাঁর ওপর এই হামলা করে খুন সেই নিয়ে ধন্দ রয়েছে পুলিশের মনে। উত্তর ২৪ পরগনার পানিহাটির তৃণমূল নেতা খুনের ঘটনার রেশ কাটতে না কাটতে আবার আর এক তৃণমূল নেতা খুনের ঘটনা ঘটল রাজ্যে। উল্লেখ্য, গত সপ্তাহেই পানিহাটির তৃণমূল কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। একই দিনে খুন হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুও । পরপর যেভাবে রাজনৈতিক দলের নেতাদের টার্গেট করে খুন করা হচ্ছে তাতে রাজ্যের সাধারণের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/6HSrNlO
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads