কৃষ্ণের গোলে চেন্নাইকে হারিয়ে লিগ শীর্ষে মোহনবাগান https://ift.tt/eKQt3Nh - MAS News bengali

কৃষ্ণের গোলে চেন্নাইকে হারিয়ে লিগ শীর্ষে মোহনবাগান https://ift.tt/eKQt3Nh

এই সময় ডিজিটাল ডেস্ক: অনেক দিন পর ISL দেখল কৃষ্ণলীলা। ফলস্বরূপ চেন্নাইয়িন FC-কে ১-0 গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল ATK মোহনবাগান। অফ ফর্মে থাকা রয় কৃষ্ণর প্রতি আস্থা রেখেছিলেন বাগান কোচ। গোল করে সেই আস্তারই মর্যাদা দিলেন রয়। চেন্নাইয়ান ম্যাচে প্রথম একাদশে দুটি বদল করে ATK মোহনবাগান। লাল কার্ডের নির্বাসন কাটিয়ে, আহত হুগো বৌমাসের বদলে দলে আসেন রয় কৃষ্ণ। আশুতোষ মেহেতার বদলে প্রথম একাদশে সুযোগ পান দীপক টাংরি । অন্যদিকে, চেন্নাইয়ানের হয়ে অভিষেক হয় শমীক মিত্রের। শুরু থেকেই এদিন দুই দল আক্রমণ নির্ভর ফুটবল উপহার দেয়। ম্যাচের ২ মিনিটেই কৃষ্ণর শট বারে লেগে ফিরে আসে। ২০ মিনিটে কাউকোর ভালো প্রয়াস। পেনাল্টি বক্সের বাইরে থেকে জনি কাউকোর শট গোলের খুব একটা বাইরে না থাকলেও, চেন্নাইয়ান গোলরক্ষক শমীককে সেভ করতে হয়নি। কর্নার থেকে তেমন কোনও গোলের সুযোগ তৈরি হয়নি। এর পরের মিনিটে চেন্নাইয়ের রহিম আলি মাঝ মাঠে বল পেয়ে মোহনবাগান গোলের দিকে এগিয়ে যান। তাঁর আশেপাশে কোনও চেন্নাইয়ান ফুটবলার না থাকায় তিনি নিজেই শট মারেন। তবে তাঁর শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এরপর দুই দলই গোল পেতে মরিয়া হতে থাকে। ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টির আবেদন নাকচ। চেন্নাইয়ান পেনাল্টি বক্সের কাছে বল ইন্টারসেপ্ট করে জিতে নেন লিস্টন। তারপর কৃষ্ণর সঙ্গে ওয়ান টু খেলে শট। চেনাইয়ান গোলের দিকে এগোন তিনি। তবে শট মারার আগেই চেন্নাইয়ান রক্ষণের চ্যালেঞ্জে পড়ে যান তিনি। মোহনবাগান ফুটবলাররা পেনাল্টির দাবি করলেও, ফাউল অবধি দেওয়া হয়নি। প্রথমার্ধের শেষের অতিরিক্ত সময়ে ১-০ এগিয়ে গেল গঙ্গাপাড়ের ক্লাব। জনি কাউকোর থ্রু বল থেকেই বাজিমাত করেন রয় কৃষ্ণ। দ্বিতীয়ার্ধে ডিফেন্স নির্ভর ফুটবল খেলে সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের ৬৩ মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে নিখুঁত ফার্স্ট টাপ এবং ফিনিশ করে চেন্নাইয়ানের বল পোস্টে লাগে। অল্পের জন্য রক্ষা পেল ATK মোহনবাগান। ৬৮ মিনিটে লিস্টনের জায়গায় মাঠে এলেন প্রবীর। জনি কাউকোর জায়গায় লেনি এলেন মাঠে। ৭৬ মিনিটে মোহনবাগান কোচ টাংরির বদলে ATK মোহনবাগানের হয়ে মাঠে নামান ডার্বির হ্যাটট্রিক হিরো কিয়ান নাসিরিকে। এরপরই কিয়ানকে ফাউল করা হলে বেশ ভালো জায়গায় ফ্রি-কিক পায় ATK মোহনবাগান। তবে ফ্রি-কিক থেকে প্রীতম কোটালের ডেলিভারি অত্যন্ত দূরে থাকায় হেড করলেও বল লক্ষ্যে রাখতে পারেননি সন্দেশ । ফলে গোল হয়নি । ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে আশুতোষ মেহেতার জায়গায় শুভাশিস বসুকে নামান বাগান কোচ জুয়ান । ১-0 গোলে জয় পেয়েই মাঠ ছাড়ে মোহনবাগান। একইসঙ্গে, ১৫ ম্যাচে অপরাজিত থাকার নজিরও সৃষ্টি করল গঙ্গাপাড়ের ক্লাব।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/8hbEt0c
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads