পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের নাম পালটে যাচ্ছে! https://ift.tt/L2WynHu - MAS News bengali

পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের নাম পালটে যাচ্ছে! https://ift.tt/L2WynHu

এই সময় ডিজিটাল ডেস্ক: বদলে যাচ্ছে মেট্রো স্টেশনের নাম। কলকাতা মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, শহরের অলিন্দে দাঁড়িয়ে থাকা মেট্রো স্টেশনটির নাম হতে চলেছে IIHM Park Street। বুধবার ওই বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রেলওয়ে। কোব্র্যান্ডিংয়ের কারণেই এবার পার্ক স্ট্রিট স্টেশনের সঙ্গে জুড়ছে বেসরকারি সংস্থার নামটি। এর আগে মেট্রোর ১১টি স্টেশনের নাম পরিবর্তিত হয়েছিল। পার্ক স্ট্রিট স্টেশনের নাম বদলের পর সেই তালিকায় আরও এক স্টেশনের নাম জুড়ল। জানা গিয়েছে, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন চত্বরের ১৫০০ স্কোয়ার ফুট জায়গা ব্যবহার করতে পারবে IIHM। কোব্র্যান্ডিংয়ের কারণে মেট্রো স্টেশনের নামের সঙ্গে সংস্থার নাম তো জুড়ছেই। পাশাপাশি, চাইলে নিজেদের লোগোও সংযুক্ত করতে পারে ওই ব্র্যান্ড। স্টেশনের সবকটি এন্ট্রি এবং এক্সিট গেটের নাম বদলানোর অনুমতি দেওয়া হয়েছে বেসরকারি সংস্থাটিকে। এছাড়াও প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গা, স্ক্রিন ডোর, দেওয়ালও বিজ্ঞাপনের জন্য ব্যবহার করতে পারে তারা। তবে আগে থেকে ওই স্টেশনে যে ব্র্যান্ডগুলির বিজ্ঞাপন রয়েছে তা কোনওভাবেই সরানো যাবে না। মেট্রোর তরফ থেকে এ কথাও জানিয়ে দেওয়া হয়েছে। সংস্থা চাইলে নিজেদের প্রোমোশনের জন্য মেট্রো চত্বরে নিজেদের কিয়স্ক ইনস্টল করতে পারে। কিংবা অন্য কোনও কায়দায় বিজ্ঞাপনও দিতে পারে তারা। বুধবার ওই সংস্থার সঙ্গে চুক্তিপত্র সই করে গাঁটছড়া বেঁধেছে Metro Railway Kolkata। মেট্রোর ডেপুটি চিফ অপারেশন ম্যানেজার কৌশিক মিত্র ওই চুক্তিপত্রে সই করেন। উপস্থিত ছিলেন IIHM & Indismart Group Worldwide -এর চেয়ারম্যান এবং CEO ড. সুবর্ণ বসু। রাজস্ব বৃদ্ধির জন্যই Co-Branding -এর পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো। এ কথা আগেই জানানো হয়েছিল। ভাড়া বহির্ভূত রাজস্ব বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। উত্তর-দক্ষিণ করিডরের পাঁচটি এবং পূর্ব-পশ্চিম করিডরের সাতটি স্টেশনকে বেছে নেওয়া হয়েছে। এবার পার্কস্ট্রিটের নামও পরিবর্তিত হচ্ছে। পশ্চিমবঙ্গের আরও খবর পাওয়ার জন্য ... কলকাতার অন্য খবরের জন্য ... প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/m3d4vng
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads