'বসন্ত' কাটুক পাহাড়ের কোলে! দোলে স্পেশাল ট্যুর প্যাকেজ ঘোষণা IRCTC-র https://ift.tt/341DaXp - MAS News bengali

'বসন্ত' কাটুক পাহাড়ের কোলে! দোলে স্পেশাল ট্যুর প্যাকেজ ঘোষণা IRCTC-র https://ift.tt/341DaXp

এই সময় ডিজিটাল ডেস্ক: হোলির আগে ফের নতুন চমক ভারতীয় রেলের। একের পর এক অভিনব উদ্যোগে রেল যাত্রীদের মুখে এখন চওড়া হাসি। টিকিট পরিষেবা থেকে দূরপাল্লার ট্রেনে অসংরক্ষিত কামরা ফিরিয়ে আনা সহ যাত্রী পরিষেবায় সম্প্রতি বিভিন্ন রদবদল এনেছে ভারতীয় রেল। সেই সঙ্গে জুড়েছে নতুন পরিকল্পনা হোলি স্পেশাল ট্যুর প্যাকেজ। ভ্রমণ পিপাসু যাত্রীদের জন্য ভারতীয় রেলের বিশেষ সুবিধার মধ্যে রয়েছে এই বিশেষ ট্যুর প্যাকেজ। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা IRCTC-র তরফে যে বিশেষ ট্যুর প্যাকেজ নিয়ে আসা হয়েছে তার নাম হোলি ট্যুর প্যাকেজ। আগামী 18 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত 9 দিন এই ট্যুর প্যাকেজের সুবিধা পাবে গ্রাহকেরা। IRCTC-র তরফে দেশের বিশেষ কয়েকটি স্থানকে চিহ্নিত করে সেই জায়গাগুলিতে বিশেষ ট্যুর ঘোষণা করা হয়েছে। নেপালকেও রাখা হয়েছে এই তালিকায়। হোলি ট্যুর প্যাকেজের আওতায় গোটা দেশের বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ পাবেন নাগরিকরা। রেলের এই উদ্যোগের ফলে ফলে ভারতের ভ্রমণ পিপাসু নাগরিকরা বিশেষ সুবিধা পাবেন। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে এই ট্যুর প্যাকেজে ডুয়ার্সের জন্য চার রাত্রি ও পাঁচ দিন ধার্য করা হয়েছে। এই কয়েকদিনে ডুয়ার্সের লাটাগুড়ি-গরুমারা-সামসিং-সুনতেলেখোলা-মেধলা-খুনিয়া-ঝালঙ-বিন্দু-মূর্তি ঘোরা হবে। এই যাত্রা শুরু হবে চলতি মাসের 18 তারিখ থেকে। যাত্রীদের জনপ্রতি 23,850 টাকা খরচ হবে। এই ডুয়ার্স প্য়াকেজ ছাড়াও রয়েছে গুজরাটের আমেদাবাদ-স্ট্যাচু অফ ইউনিটি-গির-দ্বারকা-সোমনাথ-নাগেশ্বর-রাজকোটের প্যাকেজও। 15 তারিখ এই যাত্রা শুরু হবে। এই ট্যুর হবে 6 রাত্রি ও 7 দিনের। এর জন্য যাত্রীদের খরচ হবে জন প্রতি 30,075 টাকা। এছাড়া রয়েছে নেপালের প্যাকেজও। নেপালের 7 রাত্রি ও 8 দিনের এই প্যাকেজে কাঠমান্ডু-পোখরা-চিতওয়ান ঘুরে আসতে খরচ হবে জন প্রতি 28, 245 টাকা। এই ট্যুর সংক্রান্ত বিস্তারিত বিবরণ জানতে রেলের বিশেষ নম্বর 9002040020 অথবা 9002040126-এ কল করে নিতে পারেন আগ্রহীরা। এছাড়াও www.irctctourism.com থেকে বিস্তারিত জানতে পারবেন। ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত এমন নানা খবর পেতে পাঠকেরা চোখ রাখুন এই সময় ডিজিটালের ব্যবসার পাতায়। একই সঙ্গে কোন ধরনের খবর আপনার পছন্দ, তা জানান কমেন্ট বক্সে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/fdmDHJ3
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads