বইমেলায় ব্যানারে নেতাজির 'মৃত্যু দিন'! তুঙ্গে বিতর্ক https://ift.tt/aD9XTrG - MAS News bengali

বইমেলায় ব্যানারে নেতাজির 'মৃত্যু দিন'! তুঙ্গে বিতর্ক https://ift.tt/aD9XTrG

এই সময় ডিজিটাল ডেস্ক: নেতাজি কি এখনও জীবিত? আদৌ কি বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছিল? নাকি নেপথ্যে রয়েছে বড় কোনও রহস্য? আজও এই প্রশ্নগুলির উত্তর খোঁজের আম বাঙালি। কিন্তু, খাস বইমেলাতে ব্যানারে বড় বড় করে টাঙানো নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যু দিবস! আর এই নিয়েই তুমুল হইচই। শুরু হয়েছে আন্তর্জাতিক কলকাতা বই মেলা। মঙ্গলবার তৃণমূলের মুখপাত্র একটি টুইট করেছেন। তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, হল ১ এ টাঙানো একটি ব্যানার। যেখানে লেখা "নেতাজি সুভাষচন্দ্র বসু হল– নেতাজি সুভাষ চন্দ্র বসু জন্ম ১৮৯৭, ২৩ জানুয়ারি- মৃত্যু ১৮ অগাস্ট ১৯৪৫।" অর্থাৎ নেতাজির মৃত্যু তারিখও সেখানে উল্লেখিত রয়েছে। আর এই ছবি সামনে আসতেই কার্যত তেলে বেগুনে জ্বলে উঠেছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, "অপদার্থ! জেনে নাকি না জেনে? বইমেলায় গিল্ডের করা প্যাভিলিয়নে নেতাজির জন্মতারিখের সঙ্গে মৃত্যুর দিনও! তাহলে অন্তর্ধান রহস্যের সমাধান করে দিল গিল্ডই। অবিলম্বে এইসব সরানো হোক। আমরা নেতাজির অন্তর্ধান রহস্যের যথাযথ তদন্তের পক্ষে।” তাঁর এই টুইটেই স্পষ্ট তিনি পুরো বিষয়টিতে অত্যন্ত ক্ষুব্ধ। অন্যদিকে, বিষয়টি নিয়ে বইমেলার আয়োজক সংস্থা গিল্ডের উপরে ক্ষোভ উগরে দিয়েছেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু তারিখ উল্লেখ করা পোস্টের ছবি শেয়ার করে শুভেন্দু লেখেন, "আমি দেশদ্রোহিতা মামলায় অবিলম্বে বিষয়টির প্রেক্ষিতে পদক্ষেপ করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। এছাড়াও দেশপ্রেমী বাঙালির কাছে আবেদন জানাচ্ছি কলকাতা বইমেলা ততদিন পর্যন্ত বয়কট করুন যতদিন না পর্যন্ত এই ভুল শুধরে নেওয়া হচ্ছে।" এই প্রসঙ্গে গিল্ডের তরফে শুধাংশু শেখর দেকে প্রশ্ন করা হলে তিনি এই সময় ডিজিটাল-কে জানান, বিষয়টি আমার কানে এসেছে। আমি এজেন্সিকে জানিয়েছি। নেতাজির জন্মদিন আমরা জানি, কিন্তু মৃত্যুদিন আমরা কেউ জানি না। যদি বইমেলাতে সত্যিই এই ধরনের কোনও হোর্ডিংয়ে এই তথ্য দেওয়া থাকে তাহলে তা সরিয়ে নেওয়া হবে। তবে বিষয়টির সত্যতা সম্পর্কে আমি ওয়াকিবহল নই। সব মিলিয়ে এই নিয়ে বিতর্ক তুঙ্গে। উল্লেখ্য, গত বছর করোনা পরিস্থিতির জন্য অনুষ্ঠিত হয়নি বইমেলা। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/Fjdx2MD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads