“স্বপ্নে এসেও ছক্কা মারত”, সচিনের ব্যাটিংকে ভয় পেতেন ওয়ার্ন! https://ift.tt/67tGpw9 - MAS News bengali

“স্বপ্নে এসেও ছক্কা মারত”, সচিনের ব্যাটিংকে ভয় পেতেন ওয়ার্ন! https://ift.tt/67tGpw9

এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্ব ক্রিকেটে যতদিন শেন ওয়ার্নের (Shane Warne) নাম উচ্চারিত হবে ততদিন তাঁর সঙ্গে উচ্চারিত হবে সচিন তেন্ডুলকরের নামও। দুজনে দুই দেশের কিংবদন্তী হলেও মাঠে দুজনের লড়াই ছিল দেখার মত। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তেন না। তবে বেশিরভাগ সময় ওয়ার্নারকে ছাপিয়ে যেতেন মাস্টার ব্লাস্টার। সচিনের দাপটে ওয়ার্নের ঘূর্ণি ম্রিয়মান হয়ে যেত। স্পিনের বিরুদ্ধে সচিন বরাবরই ভালো খেলতেন। তাই বিশ্বের বাকি ব্যাটারদের নাচালেও সচিনের ক্ষেত্রে সেটা পারেননি। সচিনের কাছে খাওয়া বড় বড় ছয় ওয়ার্নকে তাড়া করত। ১৯৯৮ সালে ওয়ার্ন একবার নিজে স্বীকার করেছিলেন যে তাঁর স্বপ্নে এসে ছক্কা মারেন। ১৯৯৮ সালে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচে ওয়ার্নারের উপর দাপট বজায় রেখেছিলেন সচিন। সেই সময় ওয়ার্ন সচিনের ভয়ে রীতিমত কাঁপতেন। ১৯৯২ সালে ওয়ার্ন যখন টেস্ট অভিষেক করেন তাঁর অভিষেক ম্যাচে সচিন তেন্ডুলকর ১৪৮ করেছিলেন। ১২টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিলেন সচিন ও ওয়ার্ন। ওয়ার্নের বিরুদ্ধে টেস্টে সচিনের ব্যাটিং গড় ৬০। যারমধ্যে রয়েছে ৫টি শতরান ও ৫টি অর্ধশতরান। একদিনের ম্যাচে দুজন ১৭ বার মুখোমুখি হয়েছেন। যারমধ্যে সচিনের গড় ৫৮। তিনি ওয়ার্নারের বিপক্ষে করেছেন ৯৯৮ রান। রয়েছে পাঁচটি শতরান। টেস্টে ওয়ার্ন সচিনকে মাত্র তিনবার আউট করতে পেরেছিলেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৪ বার। মাঠে লড়াই থাকলেও মাঠের বাইরে দুজনে ছিলেন বন্ধু। খেলা ছাড়ার পর একাধিক অনুষ্ঠানে দুজনে মুখোমুখি হয়েছেন। প্রিয় বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েছেন সচিন তেন্ডুলকর। টুইটে তিনি লেখেন, “আমি স্তম্ভিত এবং শোকাহত। ওয়ার্নি তোমাকে সবসময় মিস করব। মাঠে হোক কিংবা মাঠের বাইরে, তোমার সঙ্গে যখনই দেখা হোক না কেন, মুহূর্তগুলো উজ্জ্বল হয়ে উঠত। মাঠের মধ্যে আমাদের যেমন লড়াই ছিল, তেমনই মাঠের বাইরেও চলত হাসিঠাট্টা। আমি জানি, ভারতের জন্য তোমার হৃদয়ে সবসময় একটা স্পেশাল জায়গা ছিল। ভারতীয়দের প্রতি তোমার একটা আলাদা ভালোবাসা ছিল। খুব তাড়াতাড়ি চলে গেলে বন্ধু।” শুক্রবার থাইল্যান্ডে নিজের ভিলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শেন ওয়ার্নের। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বেশিক্ষণ মৃত্যুর সঙ্গে লড়াই করতে পারেননি। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/zNyamnM
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads