Live: মায়াবতীর নিশানায় অখিলেশের দল https://ift.tt/o94K8Ti - MAS News bengali

Live: মায়াবতীর নিশানায় অখিলেশের দল https://ift.tt/o94K8Ti

এই সময় ডিজিটাল ডেস্ক: আজ 'সেই লখিমপুর'-এও ভোট! যোগী রাজ্যে BJP-র ভাগ্যপরীক্ষার সবথেকে 'কঠিনতম' দিন আজ, এমনই মতামত প্রকাশ করেছে ওয়াকিবহল মহলের একাংশ। বুধবার উত্তরপ্রদেশে চতুর্থ দফায় নির্বাচন। এদিন ৫৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হবে। 'ফোকাস' থাকছে লখনও, উন্নাও কেন্দ্রগুলিতে। >সমাজবাদী পার্টির ভূমিকায় খুশি নন সংখ্যালঘুরা। তাঁরা SP-কে ভোট দেবেন না। সমাজবাদী পার্টিকে ভোট দেওয়া মানে গুন্ডারাজ-মাফিয়ারাজ, দাঙ্গাকে আমন্ত্রণ জানানো। সমাজবাদী পার্টির নেতাদের মুখ বলছে তাঁরা ক্ষমতায় আসছেন না: BSP নেত্রী মায়াবতী > উত্তরপ্রদেশে সরকার গড়তে চলেছে BSP, দাবি করেছেন অখিলেশের দলের নেতা SC Misra। >সকাল থেকেই উত্তরপ্রদেশের বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন পড়েছে। লখিমপুর খেরিতে শান্তিপূর্ণ মিছিলের উপর দিয়ে গাড়ি চালানোর অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রী-পুত্রের বিরুদ্ধে। এই ঘটনায় প্রাণ হারান চার কৃষক। ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। UP ভোটের ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য বলেছিলেন এই ঘটনার যথাযথ তদন্ত হচ্ছে। লখিমপুরের মানুষ BJP-কে কতটা গ্রহণ করছে? এই প্রশ্ন এখন লাখ টাকার, মত রাজনৈতিক মহলের। এদিকে চতুর্থ দফা ভোটের আগেই BJP-র অস্বস্তি বাড়িয়েছেন বরুণ গান্ধী। বেকারত্ব ইস্যুতে BJP-র বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। পাশাপাশি কৃষকদের প্রতি যোগী সরকারের মনোভাব নিয়েও তুলেছেন প্রশ্ন। ভোটের ঠিক আগে তাঁর এই আক্রমণ কার্যত অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে। তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবার সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন BJP সাংসদ রীতা বহুগুনা যোশীর ছেলে ময়াঙ্ক যোশী। ভোটের আগে এই সাক্ষাৎকার ঘিরে তীব্র জল্পনা ছড়ায়। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি তিনি সপা-তে যোগদানের কথা ভাবছেন? যোগী-প্রিয়াঙ্কা-অখিলেশ, এবারের উত্তরপ্রদেশে এই তিন শক্তিশালী রাজনীতিবিদ মূলত ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/YyRCIHj
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads