বিশেষজ্ঞ ডাক্তারের অভাব মেটাটে নয়া উদ্যোগ! ৬৫০টি স্নাতকোত্তর আসন বৃদ্ধির পথে রাজ্য https://ift.tt/zcvSTkw - MAS News bengali

বিশেষজ্ঞ ডাক্তারের অভাব মেটাটে নয়া উদ্যোগ! ৬৫০টি স্নাতকোত্তর আসন বৃদ্ধির পথে রাজ্য https://ift.tt/zcvSTkw

রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে স্নাতকোত্তর পর্যায়ের প্রায় ৬৫০টি আসন বৃদ্ধি করার পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি, রাজ্যের নতুন মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষদের লেখা একটি চিঠি লেখেন রাজ্যের ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন দেবাশিষ ভট্টাচার্য। নতুন এই মেডিক্যাল কলেজগুলি অধ্যক্ষদের সঙ্গে আগামী শুক্রবার বৈঠকে বসতে চলেছেন তিনি। স্নাতকোত্তর পর্যায়ের যেই নতুন আসনগুলি রাজ্যের জন্য বাড়ানো হবে, সেগুলির অধিকাংশই এই নতুন মেডিক্যাল কলেজেই হবে। রাজ্যে স্পেশালিষ্ট ডাক্তারের অভাবের কথা দীর্ঘদিন ধরেই বলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। NEET PG পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে স্নাতকোত্তর পর্যায়ে ছাত্র ভর্তি করা হয়। কিন্তু মোট আসন সংখ্যার ৫০ শতাংশেই অল ইন্ডিয়া কোটার মাধ্যমে ছাত্র ভর্তি করা হয়। এই মুহূর্তে রাজ্যে রয়েছে ১,৬৫৮টি স্নাতকোত্তর সিট। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, অল ইন্ডিয়া কোটার মাধ্যমে ভর্তি হওয়া ভিন রাজ্যের পড়ুয়ারা পড়াশোনা শেষ করে নিজের রাজ্যে ফিরে যান। তবে শুধুমাত্র নতুন মেডিক্যাল কলেজগুলিতেই নয়, রাজ্যের পুরনো মেডিক্যাল কলেজগুলিতেও স্নাতকোত্তর পর্যায়ের আসন সংখ্যা বৃদ্ধির চিন্তা ভাবনা চলছে দীর্ঘদিন ধরেই। এছাড়াও কলকাতার IPGMER-SSKM হাসপাতালে বেশ কিছু নতুন কোর্স, যেমন নিউক্লিয়ার মেডিসিন ও স্পোর্টস মেডিসিনের মতো বিষয় যোগ করার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে। প্রতিটি বিষয়ের জন্য থাকবে চারটি করে আসন। আপৎকালীন ওষুধের চাহিদা বাড়ায় এই বিষয়ে কলকাতা মেডিক্যাল কলেজে,কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আরজি কর, এনআরএস, বর্ধমান মেডিক্যাল কলেজ, বাঁকুড়া মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও মেদিনীপুর মেডিক্যাল কলেজে এই বিষয়ের উপর চারটি করে আসন রাখা হচ্ছে। অন্যদিকে, বাড়তে থাকে বৃদ্ধ জনগনের জন্য বার্ধক্য সংক্রান্ত ওষুধের উপর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আরও চারটি আসন তৈরি করা হবে। স্নাতকোত্তর পর্যায়ের আসন সংখ্যা বৃদ্ধির জন্য কোন কোন পরিকাঠামো উন্নয়ন প্রয়োজন তার একটি তালিকা পাঠাতে ডায়মন্ড হার্বার, পুরুলিয়া, রামপুরহাট, রায়গঞ্জ, কুচবিহার, মালদা ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধক্ষ্যদের নির্দেশ দিয়েছেন ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন। গত ডিসেম্বর মাসেই রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে আসন সংখ্যা বৃদ্ধির প্রস্তাব ব্যক্ত করে কেন্দ্রের কাছে চিঠি পাঠায় রাজ্যের স্বাস্থ্য দফতর। গত ২০১৮-তে রাজ্যে তৈরি হয় নতুন পাঁচটি মেডিক্যাল কলেজ। এর মধ্যে রয়েছে, ডায়মন্ড হার্বার, রামপুরহাট, পুরুলিয়া, রায়গঞ্জ ও কুচবিহার মেডিক্যাল কলেজ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/AQhPopi
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads