বড় স্বস্তি! সিঙ্গুরের জমি মামলা থেকে রেহাই মন্ত্রী বেচারামের https://ift.tt/KorLRp2 - MAS News bengali

বড় স্বস্তি! সিঙ্গুরের জমি মামলা থেকে রেহাই মন্ত্রী বেচারামের https://ift.tt/KorLRp2

এই সময় ডিজিটাল ডেস্ক: সিঙ্গুর মামলা থেকে অব্যাহতি পেলেন রাজ্যের মন্ত্রী () সহ ৩১ জন। সিঙ্গুর জমি সংক্রান্ত শেষ মামলায় আদালতের নির্দেশে বেকসুর খালাস করা হল তাঁদের। বুধবার বিধাননগরের MP-MLA আদালতে শেষ মামলাটির নিষ্পত্তি হয়। সিঙ্গুর জমি ইস্যুকে কেন্দ্র করে ৬৮টি মামলা ছিল শ্রমমন্ত্রী বেচারাম মান্নার বিরুদ্ধে। বাকি মামলাগুলির নিষ্পত্তি হয়ে গেলেও ১টি মামলা বাকি ছিল। এদিন সেই মামলাটি আদালতে উঠলে সেখানেও বেকসুর খালাস করা হল রাজ্যের শ্রমমন্ত্রী তথা সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নাকে। সিঙ্গুর জমি আন্দোলনের সময় বাম আমলে একাধিক ফৌজদারি মামলায় নাম যুক্ত হয় তৎকালীন বিরোধী দল তৃণমূলের নেতা বেচারাম মান্নার নাম। মামলা হয় সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ সিঙ্গুরের জমিরক্ষা কমিটির সঙ্গে যুক্ত আরও অন্যদের বিরুদ্ধেও। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা দানের মতো একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন তাঁরা। বেচারাম মান্না, রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ এই মামলায় মোট অভিযুক্ত ছিলেন ৩১ জন। বিধাননগর MP-MLA কোর্টে এদিন প্রত্যেককেই বেকসুর খালাস করা হয়। সব সাক্ষ্য প্রমাণ দেখে বেচারাম মান্নাকে মামলা থেকে মুক্তি দেওয়া হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর বেচারাম বলেন, "আমি খুশি। আজ আমার শেষ মামলাটিরও নিষ্পত্তি হয়ে গেল। এদিনের মামলাতেই সবচেয়ে বেশি সংখ্যক মোট ৩১ জনের নাম ছিল। আমরা যে নির্দোষ তা প্রমাণিত হল।" সিঙ্গুর নিয়ে প্রত্যেক মামলাই যে মিথ্যা, আদালত তা প্রমাণ করে দিয়েছে বলে মন্তব্য করেন শাসকদলের এই নেতা। সিঙ্গুরের কৃষক ও জনপ্রতিনিধি হিসেবে আইনের প্রতি আস্থা ছিল বলেও এদিন জানিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের মতে সে সময় সিঙ্গুরে জমি অধিগ্রহণ ন্যায়সঙ্গত হয়নি। এদিন তা আর একবার প্রমাণ হয়ে গেল বলে উল্লেখ করেন বেচারাম। বেচারামের মামলা মিটে গেলেও একই ইস্যুতে মাস্টারমশাই তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্যর একটি মামলা এখন রয়ে গিয়েছে। এই মামলায় বেচারামের অন্যতম সঙ্গী সিঙ্গুর জমি আন্দোলনের আরেক নেতা দুধকুমার ধারা বলেন, ''বেচারাম মান্নার মামলা শেষ হয়ে গেলেও আমার আরও একটি মামলা এখনও রয়েছে। যে মামলায় মাস্টারমশাই সহ মোট ১১ জন অভিযুক্ত। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে সেই মামলাটি এই আদালতেই উঠবে। সেই মামলাটি নিষ্পত্তি হলেই সিঙ্গুর মামলার সম্পূর্ণ নিষ্পত্তি হয়ে যাবে।'' এদিন অন্য একটি মামলায় একই আদালতে হাজির ছিলেন সস্ত্রীক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আদালত থেকে বের হয়ে সুদীপ ও সুদীপজায়া নয়নাকে নিয়ে বেচারাম ও তাঁর টিম হাসিমুখে ছবিও তোলেন।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/VnjJ49F
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads