কবে হবে IPL ফাইনাল? দিন ঘোষণা BCCI-এর https://ift.tt/xE5tQzp - MAS News bengali

কবে হবে IPL ফাইনাল? দিন ঘোষণা BCCI-এর https://ift.tt/xE5tQzp

এই সময় ডিজিটাল ডেস্ক: IPL-এর মেগা নিলামের আগে সবথেকে বড় প্রশ্ন ছিল কবে শুরু হবে এই টুর্নামেন্ট। কিছুদিন আগে বোর্ডের পক্ষ থেকে গ্রুপ পর্বের ম্যাচের ভেনু জানানো হয়েছিল। এবার পুরো IPL-এর ভেনু জানানো হয়। ২৯ মে আয়োজিত হবে ফাইনাল। তবে শুরু কবে হবে সেই ব্যাপারে কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে শ্রীলঙ্কা সিরিজের মাঝেই ঘোষণা হতে পারে IPL-এর তারিখ, তবে সম্প্রচারকারী সংস্থার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে শুরুর ব্যাপারে। কিছুদিন আগে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল মহারাষ্ট্রেই আয়োজিত হবে IPL-এর গ্রুপ পর্বের ম্যাচগুলো। এবার বোর্ড জানাল, শুধু গ্রুপ পর্বের ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টই আয়োজন করা হবে মহারাষ্ট্রে। সেক্ষেত্রে বাছা হয়েছে চারটে স্টেডিয়াম। তালিকায় আছে মুম্বইয়ের তিনটি ও পুনের একটি। মুম্বইয়ের স্টেডিয়ামগুলো হল, ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্রেবোর্ন, ডিওয়াই পাটিল স্টেডিয়াম ও পুনের MCA আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। ক্রিকবাজের একটি রিপোর্টে বলা হয়, মোট ৫৫টা ম্যাচ তিনটি স্টেডিয়ামে হবে। তিনটিই মুম্বইতে। ১৫টা ম্যাচ হবে পুনেতে। সূচি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে প্রতিটা দল প্রতিটা স্টেডিয়ামে একাধিক ম্যাচ খেলতে পারে। ফাইনাল হবে ২৯ মার্চ, তবে ফাইনাল ও প্লে অফের স্থান ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে ফাইনাল ও প্লে অফের ম্যাচগুলো মুম্বইতে হতে পারে। সেক্ষেত্রে ফাইনাল আয়োজনে এগিয়ে আছে ওয়াংখেড়ে। সূত্রের খবর, ২৭ মার্চ শুরু হতে পারে IPL। ২৬ মার্চও শুরু হতে পারে বলে মনে করছে কিছু মহল। ক্রিকবাজে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সম্প্রচারকারী সংস্থা স্টার চায় ২৬ মার্চ শুরু হোক IPL। ২৭ তারিখ অর্থাৎ রবিবার তারা চায় দুটো ম্য়াচ। IPL-এর প্রথম দিনে কোনও দিন দুটো ম্যাচ হয়নি। আর ২৭ তারিখ রবিবার হওয়ায় দুটো ম্যাচ রাখতে চাইছে স্টার। এক ফ্র্যাঞ্চাইজি কর্তা বলেন, “আমরা জানি প্রথম সপ্তাহান্তে সম্প্রচারকারী সংস্থা চাইছে তিনটে ম্যাচ দিতে। এতে শুরুটা ভালো হবে। বোর্ড এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” এবার IPL হবে ১০ দলের। গুজরাট টাইটান্স ও লখনউ সুপারজায়ান্টস যোগ দিয়েছে এবার। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি দল তৈরি করে ফেলেছে। তবে কোনও ফ্র্যাঞ্চাইজি এখনও অনুশীলন শুরু করেনি। প্রতি ক্রিকেটারের দলের সঙ্গে যোগ দিতে মার্চের মাঝামাঝি হয়ে যাবে। তারপর পুরোদমে শুরু হবে প্রস্তুতি।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/yiNlDz8
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads