'পুলিশ দেহ চুরি করতে গিয়েছিল, আগুন জ্বলবেই', জায়গায় জায়গায় অবরোধ বামেদের https://ift.tt/ZpihSlx - MAS News bengali

'পুলিশ দেহ চুরি করতে গিয়েছিল, আগুন জ্বলবেই', জায়গায় জায়গায় অবরোধ বামেদের https://ift.tt/ZpihSlx

এই সময় ডিজিটাল ডেস্ক: আনিস খানের মৃত্যুর () প্রতিবাদে আমতায় (Amta) বামেদের মিছিলে পুলিশের সঙ্গে ধুন্ধুমার প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ()। কলকাতার রাজপথে বাম ছাত্র-যুব সংগঠনের ডাকা আনিসের মৃত্যুর প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে বিমান বসু বলেন, 'পুলিশ যেভাবে পুনরায় ময়নাতদন্তের নাম করে দেহ চুরি করতে গিয়েছিল, আসল লোকদের না এনে নকল লোকদের টিআই প্যারেডে (TI Parade) হাজির করেছিল, তা দেখে বাংলায় তো আগুন জ্বলবেই।' এদিন কলকাতার রাজপথে একদিকে যেমন আনিস হত্যার প্রতিবাদ মিছিলে বাম ছাত্র-যুবর (Leftfront) সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে, তেমনই অন্যদিকে রণক্ষেত্রের চেহারা নিয়েছে আমতার পানিয়ারা। বামেদের পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি, বিক্ষোভ ও বাম কর্মী-সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় ৬ নম্বর জাতীয় সড়ক। দু-পক্ষের সংঘর্ষে বাম কর্মী-সমর্থকদের সঙ্গে বেশ কয়েকজন পুলিশকর্মীর আহত হয়েছেন। ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই কর্মী-সমর্থকরা। শনিবার সন্ধ্যায় শান্তিপুর ফুলিয়া বাস স্ট্যান্ড ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে, প্রায় ৪০ মিনিট বিক্ষোভ প্রদর্শন করে ডিওয়াইএফআই কর্মী-সমর্থকরা। বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে তাদের দাবি, আনিস খানকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। তাই দোষী পুলিশের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। এদিন পানিয়ারাতে জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি বাম ছাত্র-যুব সংগঠনের পূর্ব নির্ধারিত ছিল। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিশেষ ব্যবস্থা নিয়েছিল হাওড়া গ্রামীণ পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য মোতায়েন রাখা ছিল জলকামান। পুলিশ সুপারের অফিসের মধ্যে যাতে কেউ ঢুকতে না পারে তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি পুরো অফিসকে গার্ড-রেল দিয়ে ঘিরে ফেলা হয়। হাওড়া গ্রামীণ পুলিশের বন্দোবস্ত দেখে মনে হচ্ছিল যেন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে জেলা পুলিশের সুপারের অফিস। এদিকে, এদিনের এই প্রতিবাদ মিছিলে বিশাল সংখ্যায় ছাত্র-যুবরা অংশ নেয়। বামপন্থী ছাত্র-যুবদের দাবি, অবিলম্বে আনিসের হত্যাকাণ্ডে যারা যুক্ত তাদের গ্রেফতার করতে হবে। জেলা পুলিশ সুপারেরও কড়া শাস্তির দাবি জানায় বিক্ষোভকারীরা। যে সমস্ত পুলিশকর্মীরা এই ঘটনায় যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তারা। পাশাপাশি যাদের নির্দেশে ওই রাতে পুলিশকর্মীরা আনিশের বাড়িতে যায় তাদের নাম সামনে আনতে হবে এবং অবিলম্বে তাদেরকেও গ্রেফতার করতে হবে বলেও স্লোগান তোলে মিছিলে অংশগ্রহণকারীরা। তারপর মিছিল পুলিশ সুপারের অফিসের সামনে পৌঁছতেই ধুন্ধুমার কাণ্ড বাধে। পুলিশ বামেদের মিছিল আটকাতেই ছাত্র-যুব- কর্মীদের সঙ্গে পুলিশের বচসা বাধে। সেই বচসা পৌঁছয় হাতাহাতিতে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের দাবি, ছাত্র- যুব বিক্ষোভের মধ্যে থেকে প্রচুর ইট, পাথর পুলিশকে লক্ষ্য করে ছোড়ে। সুপারের অফিসের সামনেও প্রচুর ইট, পাথর পড়ে থাকতে দেখা যায়। পুলিশের লাঠির আঘাতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয় বলে বাম সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঠিক একইভাবে বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে আহত হন কয়েকজন পুলিশকর্মী। পুলিশ সুপারের অফিস কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। ইট, পাথর বৃষ্টির মধ্যে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেটও ছোড়ে। তবে বিক্ষোভকারীদের ইট বৃষ্টির মধ্যে পড়ে পুলিশ কার্যত পিছু হটতে বাধ্য হয়। এদিকে, দু-পক্ষের লড়াইয়ের জেরে দীর্ঘ ৪০ মিনিট ৬ নম্বর জাতীয় সড়ক বন্ধ ছিল। তারপর‌ যান চলাচল শুরু হলেও তীব্র যানজট সৃষ্টি হয় পানিয়ারার সামনের জাতীয় সড়কে। পরে ঘটনাস্থল পৌঁছন এডিজি ল অ্যান্ড অর্ডার। তিনি গোটা ঘটনার খোঁজ নেন। বামকর্মীদের দাবি, তারা শান্তিপূর্ণ উপায়ে মিছিল ও পথসভা করছিল। পুলিশ অহেতুক তাদের কর্মীদের প্ররোচনা দিচ্ছে অশান্তি সৃষ্টির জন্য। যদিও পুলিশের পক্ষ থেকে অভিযোগ নস্যাৎ করা হয়েছে। পুলিশের দাবি, তারা যথেষ্ট সংযম দেখাচ্ছে। বিক্ষোভের নামে ভাঙচুরের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। অন্যদিকে, এদিন কলকাতায় আনিস খুনের সুবিচার চেয়ে পথে নামে সিপিএমের শীর্ষ নেতৃত্ব। এদিন বিকেলে কলকাতায় সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা বড়সড় হোর্ডিং হাতে নিয়ে রাস্তায় নামেন। সেখান থেকে বিমান বসু জানান, ছাত্রনেতার মৃত্যুতে প্রশাসনের উপর মহলের হাত রয়েছে। তা মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট। সেসব দোষীদের সঠিকভাবে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করতে হবে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/rGFuSJW
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads