'সোনার মেয়ে' সাদিয়া, প্রশংসায় পঞ্চমুখ মোদী https://ift.tt/gM76oGj - MAS News bengali

'সোনার মেয়ে' সাদিয়া, প্রশংসায় পঞ্চমুখ মোদী https://ift.tt/gM76oGj

এই সময় ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের মহিলা উশু তারকা সাদিয়া তারিককে প্রশংসায় ভরিয়ে দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি উশু স্টারস চ্য়াম্পিয়নশিপে সোনা জয় করেছেন সাদিয়া। ২২ থেকে ২৮ ফেব্রুয়ারি মস্কোয় এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, "মস্কোয় আয়োজিত উশু স্টারস চ্যাম্পিয়নশিপে সোনা জয় করার জন্য সাদিয়া তারিককে হার্দিক অভিনন্দন জানাই। সাদিয়ার এই সাফল্য দেশের উদীয়মান অ্যাথলিটদের আরও বেশি করে অনুপ্রাণিত করবে। ওর ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল।" মাত্র ১৫ বছর বয়সি সাদিয়া ফাইনাল ম্যাচে রাশিয়ার প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করেন। চলতি চ্যাম্পিয়নশিপের অন্তিম বাউটে তিনি এই সাফল্য অর্জন করেছেন। এই চ্যাম্পিয়নশিপে মোট তিনটে লড়াই জিততে হয়েছে সাদিয়াকে। রাশিয়া ছাড়াও তিনি কাজাখস্তান এবং চেক প্রজাতন্ত্রে বিপক্ষকে পরাস্ত করেন। ভারতীয় উশু অ্যাসোসিয়েশন সাদিয়ার নাম এই টুর্নামেন্টের জন্য বাছাই করেছে। এই চ্য়াম্পিয়নশিপে ভারত থেকে মোট ৩৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। গোটা দেশ থেকে ২৩ জন জুনিয়র এবং ১৫ জন সিনিয়র উশু খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এরমধ্যে জম্মু-কাশ্মীর থেকে একমাত্র সাদিয়াই নাম লিখিয়েছিলেন এই প্রতিযোগিতায়। সাদিয়ার এই সোনা জয়ের পর জম্মু এবং কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও শুভেচ্ছা জানিয়েছেন। প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তথা আথেন্স অলিম্পিক পদকজয়ী রাজ্যবর্ধন রাঠৌরও টুইট করেন এবং সাদিয়ার এই সোনাজয়ী প্রচেষ্টার যথেষ্ট প্রশংসা করেন। শ্রীনগরের বাসিন্দা সাদিয়া তারিক। ইতিমধ্যেই জাতীয় জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে তিনি দু'বার সোনার পদক জয় করেছেন। সম্প্রতি জলন্ধরের লাভলি প্রফেশনার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ২০তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে তিনি সোনার পদক জয় করেন। পাশাপাশি এই প্রতিযোগিতার মোট পদক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জম্মু এবং কাশ্মীর। মধ্য কাশ্মীরের বেমিনা শ্রীনগর এলাকায় বসবাস করেন সাদিয়া তারিক। রাজবাগ শ্রীনগরের প্রেজেন্টেশন কনভেন্ট স্কুলে তিনি দশম শ্রেণীতে পড়াশুনো করেন। সাদিয়ার এই সাফল্যে গোটা জম্মু কাশ্মীরে খুশির হাওয়া বইতে শুরু করেছে। জানা গিয়েছে, সাদিয়ার বাবা তারিক লোন পেশায় একজন চিত্র সাংবাদিক। মেয়ের সাফল্যে তিনিও যারপরনাই উচ্ছ্বসিত। বললেন, এটা শুধুমাত্র সাদিয়ার পদক নয়। এর পিছনে তাঁর অক্লান্ত পরিশ্রম রয়েছে। সাদিয়া জম্মু এবং কাশ্মীরের সেই পাঁচজন উশু তারকার একজন, যাঁকে আগামী ডিসেম্বর মাসে চিনে আয়োজিত যুব এশিয়াডের জন্য প্রশিক্ষিত করা হচ্ছে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/tqTIFgD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads