শ্রেয়সের দুরন্ত হাফসেঞ্চুরি আর জাদেজার ঝোড়ো ব্যাটিং, সিরিজ পকেটে ভারতের https://ift.tt/DJsIOR5 - MAS News bengali

শ্রেয়সের দুরন্ত হাফসেঞ্চুরি আর জাদেজার ঝোড়ো ব্যাটিং, সিরিজ পকেটে ভারতের https://ift.tt/DJsIOR5

এই সময় ডিজিটাল ডেস্ক: ধর্মশালায় আয়োজিত দ্বিতীয় টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে কার্যত উড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট দল। একটা সময় টিম ইন্ডিয়াকে যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। কিন্তু এবং রবীন্দ্র জাদেজার ব্যাটিং ধামাকায় সকল বাধা দুর হয়ে গেল। এই দুই ক্রিকেটারের বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত জয়ের জন্য কাঙ্খিত রান হাসিল করে নেয়। পাশাপাশি টানা দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজও নিজেদের পকেটে পুরে নিল রোহিত ব্রিগেড। ভারতের সামনে ১৮৪ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল শ্রীলঙ্কা। তবে শুরুতেই ঝটকা লাগে টিম ইন্ডিয়ার। তবে শ্রেয়স আইয়ার এবং সঞ্জু স্যামসনের মধ্যে ৮৪ রানের পার্টনার ভারতের জয়ের ভিত মজবুত করে দেয়। এরপর শেষবেলায় ব্যাটিং ঝড় তোলেন রবীন্দ্র জাদেজা। আর তাতেই ম্যাচটা একপেশে হয়ে যায়। ধর্মশালায় শ্রীলঙ্কা ভারতকে ১৮৪ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। এই টার্গেট নেহাতই সহজ ছিল না। প্রথম ৫ ওভারের মধ্যেই ভারতের দুই ওপেনার প্যাভিলিয়নে ফিরে যান। এরপর শ্রেয়স আইয়ার এবং সঞ্জু স্যামসন দলের হাল ধরেন। দুজনে প্রথমে উইকেটে টিকে থাকার চেষ্টা করেন। আর তারপর বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। শ্রেয়স আইয়ার এবং সঞ্জু স্যামসন মাত্র ৪৭ বলে ৮৪ রানের পার্টনারশিপ গড়ে তোলে। একদিকে সঞ্জু ২৫ বলে ৩৯ রান করেন। তাঁর এই ইনিংসে দুটো চার এবং তিনটে ছয় ছিল। অন্যদিকে শ্রেয়স আইয়ার করেন ৪৪ বলে ৭৪ রান। তাঁর ইনিংসে ৬ বাউন্ডারি এবং চারটে ওভার বাউন্ডারি ছিল। এই ম্যাচ জেতার পর খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বললেন, "ম্যাচটা জিততে পেরে আমরা সকলেই খুব খুশি। দলের হাল ধরেছে মিডল অর্ডার। এই ছেলেগুলো ভালো খেলছে, দেখেও খুব ভালো লাগছে। নিজেরাই দায়িত্ব তুলে নিচ্ছে। ম্যাচ শেষ করে আসছে। তবে দলের বোলারদের আমি খুব বেশি দোষ দেব না। কোনও একদিন এটা হতেই পারে। তবে প্রথম ১৫ ওভার আমরা ওদের আটকে রেখেছিলাম। এই উইকেট ব্যাটিং সহায়ক। অধিকাংশ ক্রিকেটারই যথেষ্ট প্রতিভাবান। ওরা শুধুমাত্র নিজেদের প্রমাণ করতে একটা সুযোগ খোঁজে। যেভাবে ম্যাচটা শেষ করল, তা এককথায় অকল্পনীয়। জাড্ডু আসার পর প্রথম বল থেকে যথেষ্ট ইতিবাচক দেখাচ্ছিল। একই কথা শ্রেয়সের জন্যও প্রযোজ্য।"


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/37CaYMv
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads