রাত পোহালেই রাজ্যের ১০৮ পুরসভায় ভোট https://ift.tt/CIJl1WE - MAS News bengali

রাত পোহালেই রাজ্যের ১০৮ পুরসভায় ভোট https://ift.tt/CIJl1WE

এই সময় ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই ভোট। একসঙ্গে রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তাই শেষ মুহূর্তে প্রতিটি জেলায় একেবারে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি চলছে। শনিবার দুপুর থেকেই ইভিএম হাতে বুথের পথে ভোটকর্মী ও পুলিশকর্মীরা। এক নজরে দেখে নেওয়া যাক বিশেষ জেলাগুলির পুরসভার ভোট তথ্য- রাজ্যের বিভিন্ন জেলার মোট ১০৮টি পুরসভার মধ্যে নজরে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার উপর। এই জেলার মোট তিনটি পুরসভা- কাঁথি, এগরা ও তমলুক। যার মধ্যে তমলুক পুরসভায় মোট ওয়ার্ড সংখ্যা ২০টি এবং মোট বুথ সংখ্যা ৭০টি। কাঁথি পুরসভায় মোট ২১টি ওয়ার্ডের ৬৮টি বুথে ভোট হবে। আর এগরা পুরসভার মোট ১৪টি ওয়ার্ডের ৩০টি বুথে ভোট হবে। পূর্ব মেদিনীপুরের পরেই নজর রয়েছে কোচবিহার জেলায়। এই জেলার ৬ টি পুরসভার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই দিনহাটা পুরসভা দখল করেছে তৃণমূল। তাই রবিবার কোচবিহার, মাথাভাঙা, তুফানগঞ্জ, মেখলিগঞ্জ, হলদিবাড়ি- ৫টি পুরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ৫টি পুরসভার মোট ৬০টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ৩৪২ জন। মোট প্রার্থী রয়েছেন ২০৬ জন। এই জেলায় ভোট সম্পন্ন করতে ২০০০-এর বেশি পুলিশ কর্মী থাকছে। প্রতিটি বুথ চত্বরে একজন করে পুলিশ অফিসার থাকবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় আবার ৭টি পুরসভা। সেগুলি হল- খড়্গপুর, মেদিনীপুর, ঘাটাল, চন্দ্রকোনা, রামজীবনপুর, খড়ার, ক্ষীরপাই। এই ৭টি পুরসভার মোট ১২০টি ওয়ার্ডের ৫৯৮টি বুথে ভোটগ্রহণ হবে। প্রতি বুথে থাকছে চারজন ভোটকর্মী, প্রতি প্রিমিশেষে থাকছে ২ জন করে বন্দুকধারী পুলিশ, একটি এলাকায় দুটির বেশী বুথ থাকলে থাকছে ৪ জন বন্দুকধারী এবং বুথ পিছু একজন করে ১ জন লাঠিধারী পুলিশ। তুলনামূলক কম স্পর্শকাতর জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি জেলায় তিনটি পুরসভা- জলপাইগুড়ি, ময়নাগুড়ি এবং মালবাজারে মোট ৫৭টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। মোট ভোটার সংখ্যা ১,৩৫,৫১৩। স্পর্শকাতর কোনও বুথ না থাকলেও যথেষ্ট পুলিশকর্মী মোতায়েন থাকবে। মালদার দুটি পুরসভা- ইংরেজবাজার ও পুরাতন মালদা পুরসভা। দুটি পুরসভায় মোট বুথ সংখ্যা ২৬৯ এবং ভোটারের সংখ্যা ২ লক্ষ ১৪ হাজার ৩১ জন। সমস্ত বুথেই থাকবে সশস্ত্র পুলিশ। তবে ইংরেজবাজার পুরসভার ৪০টি এবং পুরাতন মালদা পুরসভার ২০টি বুথকে বিশেষ স্পর্শকাতর হিসেবে বাড়তি নজরদারির মধ্যে রাখা হবে। আবার দক্ষিণ দিনাজপুর জেলায় দুটি পুরসভা- বালুরঘাট ও গঙ্গারামপুর। বালুরঘাটে মোট ২৫টি ওয়ার্ডের ৮৫টি বুথ এবং গঙ্গারামপুরে মোট ১৮টি ওয়ার্ডে ৫৯টি বুথ। দুটি পুর এলাকাতেই কোনও স্পর্শকাতর বুথ নেই। দুটি পুরসভার জন্য ৬৫০ জন পুলিশ নিয়োগ রয়েছে। তবে কোনরকম সমস্যা হলে পরে সবসময়ের জন্য পুলিশের পক্ষ থেকে কুইক রেসপন্স টিম মোতায়েন রয়েছে বলে জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন। উত্তর দিনাজপুর জেলায় আবার ৩টি পুরসভা- ইসলামপুর, ডালখোলা এবং কালিয়াগঞ্জ। ইসলামপুর পুরসভার ১৭টি ওয়ার্ডের ৫৩টি বুথে, ডালখোলা পুরসভার ১৬ টি ওয়ার্ডের ৩৭টি বুথে, আর কালিয়াগঞ্জ পুরসভার ১৭টি ওয়ার্ডের ৫৬টি বুথে ভোটগ্রহণ হবে। প্রতিটি বুথে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। অন্যদিকে, পূর্ব বর্ধমান জেলার ৬টি পুরসভা- বর্ধমান, মেমারি, গুসকরা, কালনা, কাটোয়া ও দাঁইহাট পুরসভায় ভোট। পুরুলিয়া জেলায় আবার মোট ৩টি পুরসভা- পুরুলিয়া, ঝালদা ও রঘুনাথপুর। পুরুলিয়া পুরসভার ২৩টি ওয়ার্ডের ১৪৫টি বুথে, ঝালদা পুরসভার ১২টি ওয়ার্ডের ২০টি বুথে, রঘুনাথপুরের ১৩টি ওয়ার্ডে ২৫টি বুথে, ঝালদা পুরসভার ৩৫ ওয়ার্ডে, মেমারি ও গুসকরা পুরসভার ১৬টি করে ওয়ার্ডে, কালনা পুরসভায় ১৮টি, কাটোয়া পুরসভায় ২০টি ওয়ার্ড এবং দাঁইহাট পুরসভায় ১৪ ওয়ার্ডে ভোটগ্রহণ চলবে। মুর্শিদাবাদ জেলার সাতটি পুরসভায় মোট ১৩৫টি আসনে ভোট হবে। হুগলিতে মোট ১২টি পুরসভার ২৭০টি ওয়ার্ডের মোট ১,৩৯৪টি বুথে ভোটগ্রহণ হবে। এই ১২টি পুরসভা হল উত্তরপাড়া, শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর,ডানকুনি, বৈদ্যবাটি,তারকেশ্বর, চাপদানি, হুগলি,বাঁশবেড়িয়া, আরামবাগ। নদিয়া জেলার ৯টি পুরসভা ১টি নোটিফায়েড সহ মোট ১০টি পুরসভার নির্বাচন। বাঁকুড়ার এবং ঝাড়গ্রাম জেলার ১টি করে পুরসভায় নির্বাচন হবে। প্রতি বুথেই সিসিটিভি ও অস্ত্রধারী পুলিশ থাকছে। প্রতিটি বুথেই সুষ্ঠুভাবে ভোট করতে মরিয়া প্রশাসন।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/XBJ0w9U
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads