রাজ্যে ১০৮ পুরসভায় শুরু ভোটগ্রহণ https://ift.tt/2vZdBmW - MAS News bengali

রাজ্যে ১০৮ পুরসভায় শুরু ভোটগ্রহণ https://ift.tt/2vZdBmW

এই সময় ডিজিটাল ডেস্ক: একসঙ্গে রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন। নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে পুর এলাকার ভোটকেন্দ্রগুলি। মোতায়েন করা হয়েছে ৪৪ হাজার পুলিশ। মোট ২ হাজার ১৭১টি ওয়ার্ডে ভোটগ্রহণ। ২০ জেলায় রয়েছে ১৩৫ জন পর্যবেক্ষক। বিশেষ নজর রয়েছে পূর্ব মেদিনীপুরে। এই জেলার মোট তিনটি পুরসভা- কাঁথি, এগরা ও তমলুক। যার মধ্যে তমলুক পুরসভায় মোট ওয়ার্ড সংখ্যা ২০টি এবং মোট বুথ সংখ্যা ৭০টি। কাঁথি পুরসভায় মোট ২১টি ওয়ার্ডের ৬৮টি বুথে ভোট হবে। আর এগরা পুরসভার মোট ১৪টি ওয়ার্ডের ৩০টি বুথে ভোট হবে। কোচবিহার জেলার ৬ টি পুরসভার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই দিনহাটা পুরসভা দখল করেছে তৃণমূল। তাই রবিবার কোচবিহার, মাথাভাঙা, তুফানগঞ্জ, মেখলিগঞ্জ, হলদিবাড়ি- ৫টি পুরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তুলনামূলক কম স্পর্শকাতর জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি জেলায় তিনটি পুরসভা- জলপাইগুড়ি, ময়নাগুড়ি এবং মালবাজারে মোট ৫৭টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। মালদার দুটি পুরসভা- ইংরেজবাজার ও পুরাতন মালদা পুরসভা। ইংরেজবাজার পুরসভার ৪০টি এবং পুরাতন মালদা পুরসভার ২০টি বুথকে বিশেষ স্পর্শকাতর হিসেবে বাড়তি নজরদারির মধ্যে রাখা হবে। আবার দক্ষিণ দিনাজপুর জেলায় দুটি পুরসভা- বালুরঘাট ও গঙ্গারামপুর। বালুরঘাটে মোট ২৫টি ওয়ার্ডের ৮৫টি বুথ এবং গঙ্গারামপুরে মোট ১৮টি ওয়ার্ডে ৫৯টি বুথ। দুটি পুর এলাকাতেই কোনও স্পর্শকাতর বুথ নেই। উত্তর দিনাজপুর জেলায় আবার ৩টি পুরসভা- ইসলামপুর, ডালখোলা এবং কালিয়াগঞ্জ। ইসলামপুর পুরসভার ১৭টি ওয়ার্ডের ৫৩টি বুথে, ডালখোলা পুরসভার ১৬ টি ওয়ার্ডের ৩৭টি বুথে, আর কালিয়াগঞ্জ পুরসভার ১৭টি ওয়ার্ডের ৫৬টি বুথে ভোটগ্রহণ হবে। প্রতিটি বুথে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। রিফ্রেশ করতে থাকুন...


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/GNH8gmX
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads