ইউক্রেন ফেরতদের বিমানে নিজের খরচে বাড়ি ফেরাবে রাজ্য, নবান্নে কন্ট্রোল রুম https://ift.tt/tbmVowX - MAS News bengali

ইউক্রেন ফেরতদের বিমানে নিজের খরচে বাড়ি ফেরাবে রাজ্য, নবান্নে কন্ট্রোল রুম https://ift.tt/tbmVowX

এই সময় ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে আটকে পড়া বাংলার পড়ুয়াদের সুরক্ষা নিয়ে চিন্তিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের পড়ুয়া বা বাসিন্দা যাঁরা এই মুহূর্তে ইউক্রেনে আটকে রয়েছে তাঁদের সাহায্য করার জন্য নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে বলেন, "খুব শীঘ্রই মুম্বই ও দিল্লিতে কিছু পড়ুয়া ইউক্রেন থেকে অবতরণ করছে। আমাদের প্রশাসনিক ব্যক্তিরা তাঁদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাঁদের সুরক্ষিতভাবে বাড়ি ফেরার ব্যবস্থা করা হচ্ছে। যাঁরা ইউক্রেন থেকে ফিরছেন তাঁদের বিনামূল্যে বিমান টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বিমানবন্দর থেকে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্যও করা হচ্ছে ব্যবস্থা।" এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, "ইউক্রেন ফেরত ছাত্রীদের সাহায্যের জন্য দমদম বিমানবন্দরে বিশেষ একটি দল রয়েছে, যাঁরা এই পুরো বিষয়টির তত্বাবধান করবে।" উল্লেখ্য, শনিবারই ইউক্রেন থেকে মুম্বইয়ে ফিরেছেন ২১৯ জন পড়ুয়া। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে বিমানটি যাত্রা শুরু করে। এদিন পড়ুয়াদের দেশে ফেরার পর কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, "ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমাদের কাছে প্রাথমিতা ছিল যাঁরা এই মুহূর্তে ইউক্রেনে আটকে রয়েছেন সেই ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা। এখনও পর্যন্ত ২১৯ জন পড়ুয়াকে ফেরত আনা হয়েছে। দ্বিতীয় দফায় আরও কিছু ভারতীয় ইউক্রেন থেকে দিল্লিতে ফিরছেন। যথক্ষণ পর্যন্ত না সমস্ত দেশবাসী যাঁরা এই মুহূর্তে ইউক্রেনে রয়েছেন, তাঁদের ফিরিয়ে আনা হয়, আমরা থামব না।" অন্যদিকে, আরও ২৫০ জন ভারতীয় ইউক্রেন থেকে দিল্লিতে ফিরেছেন। রাশিয়ার আক্রমণের পর অস্থিরতা তৈরি হয়েছে ইউক্রেনে। প্রায় ১৫ হাজারেরও বেশি পড়ুয়া ইউক্রেনে আটকে ছিল বলে সূত্রের খবর। তাঁদের ধীরে ধীরে দেশে ফেরানো হচ্ছে। প্রসঙ্গত, শনিবারই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। ভারতের থেকে কূটনৈতিক ক্ষেত্রে সাহায্য চেয়েছেন তিনি। যদিও রাশিয়া-ইউক্রেন ইস্যুতে এখনও কোনও পক্ষ নেয়নি ভারত। এখনও পর্যন্ত এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে দেশ। তবে যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব বলে পুতিনকে ফোনে বার্তা দিয়েছিলেন মোদী। দুনিয়ার আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/Mwh2W9V
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads