শ্রীলঙ্কার বিরুদ্ধে আজই সিরিজ পকেটে পুরতে চায় ভারত, চিন্তায় রাখছে আবহাওয়া https://ift.tt/aN6QcTg - MAS News bengali

শ্রীলঙ্কার বিরুদ্ধে আজই সিরিজ পকেটে পুরতে চায় ভারত, চিন্তায় রাখছে আবহাওয়া https://ift.tt/aN6QcTg

এই সময় ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ভারতীয় দলে একাধিক পরিবর্তন এসেছে। যারমধ্যে প্রধান হল নতুনদের সুযোগ দেওয়া। গত দু'টি টি-২০ সিরিজে (T-20 Series) যার সুফল মিলেছে। চলতি সিরিজে প্রথম ম্যাচেও ৬২ রানে জয় তার প্রমাণ। ইতিমধ্যে ১০টা টানা টি-২০ ম্যাচ জিতে রেকর্ড গড়েছে ভারত। শনিবার ১১ তম জয়ের লক্ষ্যে নামছে রোহিত ব্রিগেড। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ তে নামার আগে ভারতের চিন্তা ধর্মশালার আবহাওয়া। বিগত কয়েকমাসে ভারতীয় টি-২০ দলে গভীরতা বেড়েছে। ব্যাটিং, বোলিং দুটো বিভাগেই ভারতের হাতে এখন একাধিক বিকল্প। যার অন্যতম উদাহরণ, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতের মূল বোলিং অস্ত্র ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, হর্ষল প্যাটেল ও যুজবেন্দ্র চাহালের ৪ ওভার বল না করা। তাদের বদলে বল করলেন ভেঙ্কটেশ আইয়ার ও দীপক হুডা। এদের মধ্যে ভেঙ্কটেশ সাফল্য পেয়েছেন। দ্বিতীয় ম্যাচে নামার আগে ভারতকে নজর দিতে হবে ফিল্ডিংয়ের দিকে। কারণ, প্রথম ম্যাচে একাধিক ক্যাচ হাতছাড়া হয়েছে। টি-২০ বিশ্বকাপের আগে যা কিন্তু অশনি সংকেত। কারণ ক্যাচ ছাড়লে ম্যাচ হাত থেকে বেরিয়ে যেতে পারে। নিজেও যা স্বীকার করেছেন। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে কামব্যাকের আশা কম শ্রীলঙ্কার কাছে। কারণ দ্বিতীয় ম্য়াচের আগে চোট সমস্যায় জর্জরিত তারা। রহস্য স্পিনার মহেশ ঠিকশানা ও ব্যাটার কুশল মেন্ডিজ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেছেন। ওয়ানিনডু হাসারাঙ্গা আগেই ছিটকে গিয়েছিলেন। আজকের ম্যাচে স্পিনের দায়িত্বে থাকতে পারেন জেফ্রি ভান্ডারসে ও প্রবীণ জয়াবিক্রম। ডান হাতের কব্জিতে চোট পেয়ে ছিঁটকে গেছেন ঋতুরাজ গায়কোয়াড়। প্রথম ম্যাচে তিনি সুযোগ পাননি। তাই আজকের ম্যাচে প্রথম একাদশে বদলে সম্ভবনা কম। ভুবনেশ্বর কুমারের দিকে বিশেষ নজরে থাকবে। বিগত কয়েকবছর ধরে তিনি নিজের ফর্ম হারাচ্ছেন। বিশ্বকাপের আগে এটাই তাঁর কাছে শেষ সুযোগ। দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ভারত রোহিত শর্মা (), ঈশান কিষান, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, দীপক হুডা, ভেঙ্কটেশ আইয়ার, রবীন্দ্র জাদেজা, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল শ্রীলঙ্কা ধনুষ গুণাতিলকা, পথুম নিশাঙ্কা, চরিথ আসালঙ্কা, জনিথ লিয়ানাজ, নিরোশাল ডিকওয়েল্লা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, দুষ্মন্ত চামিরা, জেফ্রি ভান্ডেরসে, প্রবীণ জয়াবিক্রম, লাহিরু কুমারা আজ ধর্মশালায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। অতীতে একাধিকবার বৃষ্টির কারণে ভেস্তে গেছে ধর্মশালার ম্যাচ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/z2vcV7I
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads